Ricky Ponting on Shreyas Iyer

কেকেআরকে ধাক্কা দিতে বিশেষ পরিকল্পনা করেছিলেন শ্রেয়সেরা, ফাঁস করলেন কোচ পন্টিং

মাত্র ১১১ রান করেও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে পঞ্জাব কিংস। কেকেআরকে ধাক্কা দিতে তাঁরা কী পরিকল্পনা করেছিলেন তা ফাঁস করেছেন দলের প্রধান কোচ রিকি পন্টিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২০:২৯
Share:
cricket

পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

আইপিএলে ইতিহাস গড়েছে পঞ্জাব কিংস। মাত্র ১১১ রান করেও কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে তারা। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রান বাঁচিয়েছে পঞ্জাব। অল্প রান করায় কেকেআরকে শুরুতেই ধাক্কা দিতে হত। তার জন্য বিশেষ পরিকল্পনা করেছিলেন শ্রেয়স আয়ারেরা। সেই পরিকল্পনা ফাঁস করলেন পঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিং।

Advertisement

কেকেআরের ওপেনার সুনীল নারাইন এমন এক জন ব্যাটার যিনি এক বার মারতে শুরু করলে তাঁকে আটকানো কঠিন। ১১২ রান তাড়া করতে নেমে যদি নারাইন ভাল খেলতেন তা হলে চাপে পড়ে যেত পঞ্জাব। সেই কারণে নারাইনকে শুরুতেই আউট করার পরিকল্পনা করেছিল তারা। পঞ্জাব একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে পন্টিংকে। সেই ভিডিয়োতেই নিজেদের গোপন পরিকল্পনার কথা জানিয়েছেন দলের কোচ।

ভিডিয়োয় পন্টিং বলেন, “আমরা শুরুতেই মার্কো জানসেনকে বল দিয়েছিলাম। অর্শদীপের জায়গায় ও শুরু করেছিল। ম্যাচের আগে পরিকল্পনা করার সময়ই আমরা সেটা ঠিক করেছিলাম। কারণ, এর আগে জানসেন নারাইনকে পাঁচ বল করেছিল। তার মধ্যেই দু’বার আউট করেছিল। শ্রেয়স তাই জানসেনকে নারাইনের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। সেই পরিকল্পনা কাজে লেগেছে। জানসেন নারাইনকে আউট করে ওদের বড় ধাক্কা দিয়েছে।”

Advertisement

পন্টিং জানিয়েছেন, তিনি দলের ছেলেদের বলেছিলেন নিজের উপর বিশ্বাস রাখতে। লড়াই করতে। সেটাই সকলে করেছেন। সেই কারণেই এত কম রান করেও কলকাতাকে হারাতে পেরেছেন তাঁরা। পন্টিং বলেন, “আমি বলেছিলাম, হারার আগে হার মেনো না। লড়াই করো। নিজেদের উপর বিশ্বাস রাখো। মাঠে সেটা দেখা গিয়েছে। পাশাপাশি পিচ থেকেও সাহায্য পেয়েছি। আত্মবিশ্বাস কাজে লাগিয়ে কলকাতাকে হারিয়েছি। তাই এই জয় আমার কাছে আরও আনন্দের।”

চলতি আইপিএলে ভাল খেলছে পঞ্জাব। ছ’টি ম্যাচ খেলে চারটি জিতেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছেন শ্রেয়সেরা। শুক্রবার বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা। অর্থাৎ, আরও একটি কঠিন ম্যাচ অপেক্ষা করে রয়েছে পঞ্জাবের সামনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement