Priyansh Arya in IPL 2025

প্রথম বলে শূন্য রানে আউট থেকে ৩৯ বলে শতরান! আইপিএলে প্রিয়াংশের সাফল্যের নেপথ্যে কারা

এ বারের আইপিএলের অন্যতম চমক প্রিয়াংশ আর্য। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে শতরান করেছেন তিনি। তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছেন দু’জন। প্রিয়াংশই সে কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ২২:৩৩
Share:

প্রিয়াংশ আর্য। আইপিএলে নজর কাড়ছেন পঞ্জাবের ব্যাটার। —ফাইল চিত্র।

প্রথম বার আইপিএলে খেলতে নেমেই সফল প্রিয়াংশ আর্য। অন্যতম চমক হয়ে উঠেছেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে শতরান করেছেন তিনি। অথচ তার আগের দুই ম্যাচে রান পাননি তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। প্রিয়াংশের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন দু’জন। প্রিয়াংশই সে কথা জানিয়েছেন।

Advertisement

আইপিএল অভিষেকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৩ বলে ৪৭ রান করেছিলেন প্রিয়াংশ। কিন্তু পরের দুই ম্যাচে রান পাননি তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৮ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শূন্য রানে আউট হন। কিন্তু তার পরেও তাঁর উপর ভরসা দেখিয়েছেন পঞ্জাবের কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আয়ার। এই দু’জনের পরামর্শ মেনেই সফল হয়েছেন প্রিয়াংশ।

একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ টেনেছেন প্রিয়াংশ। তিনি বলেন, “পন্টিং স্যর আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। বলেছেন, প্রথম বলে যে কেউ আউট হতে পারে। পরের ম্যাচেও যদি প্রথম বল নিজের জায়গায় পাই তা হলে আবার ছক্কা মারতে বলেছেন। আমি সেটাই করেছি।” চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বলেই খলিল আহমেদকে ছক্কা মেরেছেন প্রিয়াংশ। কোচের কথা শুনেছেন তিনি। পন্টিং তাঁকে আরও কিছু পরামর্শ দিয়েছেন। দিল্লির ছেলে প্রিয়াংশ বলেন, “পন্টিং স্যর আমাকে পুল শটে আরও উন্নতি করতে বলেছেন। টেকনিকে কোনও পরিবর্তন করতে বলেননি। মানসিকতায় পরিবর্তন করতে বলেছেন। আমি চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকগুলো পুল মেরেছি। আত্মবিশ্বাসের সঙ্গে মেরেছি। পন্টিং স্যর বার বার আত্মবিশ্বাসের উপরেই জোর দিয়েছেন।”

Advertisement

পাশাপাশি নেটে অনুশীলনের সময় অধিনায়ক শ্রেয়সের সঙ্গে তাঁর কী আলোচনা হয়েছে সেই কথাও বলেছেন প্রিয়াংশ। তিনি বলেন, “চেন্নাই ম্যাচের আগে নেটে শ্রেয়স ভাই আমাকে আমার স্বাভাবিক খেলা খেলতে বলে। বল দেখে যে শট মাথায় প্রথম আসবে সেই শটই মারতে বলে। আইপিএল শুরুর আগেই আমাকে শ্রেয়স ভাই বলেছিল, আমি ১৪টা ম্যাচই খেলব। ওরা দু’জন আমার উপর ভরসা রেখেছে। স্বাধীনতা দিয়েছে। আত্মবিশ্বাস দিয়েছে। তাই এতটা ভাল খেলতে পারছি।”

চেন্নাইয়ের বিরুদ্ধে একটা সময় ৮৩ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল পঞ্জাব। প্রথম ছয় ব্যাটারের মধ্যে প্রিয়াংশ ছাড়া কেউ দু’অঙ্কেও পৌঁছতে পারেননি। অপর প্রান্তে উইকেট পড়লেও প্রিয়াংশকে কেউ আটকাতে পারেননি। আইপিএলে ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করেছেন তিনি। তাঁর শতরানে ভর করে ২১৯ রান করেছে পঞ্জাব। ১৮ রানে চেন্নাইকে হারিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement