গত ছয় বছরের মধ্যে পাঁচ বার লাহোর নক আউটেই উঠতে পারেনি। ফাইনালে উঠেছিল মাত্র এক বার। ২০২০ সালে ফাইনালে উঠেছিল লাহোর। তারাই এক মাত্র দল যারা মহম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানকে দু’বার হারিয়ে দিয়েছে এই মরসুমে।
—ফাইল চিত্র
রবিবার শেষ হল পাকিস্তান সুপার লিগ। লাহোর কালান্দারস চ্যাম্পিয়ন হয় অধিনায়ক শাহিন আফ্রিদির হাত ধরে। সেই প্রতিযোগিতা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছেন, এই লিগের থেকে প্রচুর লাভ হয়েছে তাদের।
এ বারের প্রতিযোগিতা থেকে দলগুলি এবং বোর্ডের লাভ হয়েছে বলেই জানিয়েছেন রামিজ। তিনি বলেন, “এ বারের পিএসএল থেকে ৭১ শতাংশ বেশি লাভ হয়েছে। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে যা সব থেকে বেশি। প্রায় সাড়ে ৩৮ কোটি টাকা লাভ হয়েছে আমাদের। পরের বার আমরা প্রতিটা দলের জায়গায় খেলার চেষ্টা করব যাতে আরও সমর্থক বাড়ে।”
পরের বার আরও কিছু নতুন মাঠে ম্যাচ আয়োজন ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রামিজ। তিনি বলেন, “কোনও সন্দেহ নেই যে এ বারের পাকিস্তান সুপার লিগ অনেক বেশি সফল। করাচি এবং লাহোরে প্রচুর সমর্থক থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। আমার কেরিয়ারে এমন সমর্থন দেখিনি।”
গত ছয় বছরের মধ্যে পাঁচ বার লাহোর নক আউটেই উঠতে পারেনি। ফাইনালে উঠেছিল মাত্র এক বার। ২০২০ সালে ফাইনালে উঠেছিল লাহোর। তারাই এক মাত্র দল যারা মহম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানকে দু’বার হারিয়ে দিয়েছে এই মরসুমে।