IPL 2025

ইডেনের পিচে দলে ফিরবেন স্পিনার মইন? গুজরাতের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশে কারা?

কলকাতার প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে স্পিন উইকেটই চাইবে কেকেআর। তেমন পিচ পেলে মইন আলিকে দলে চাইবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:২৩
Share:
KKR

কলকাতা নাইট রাইডার্স। —ফাইল চিত্র।

ইডেনে সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে ওঠার লড়াইয়ে এখন কলকাতার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে কলকাতার প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে স্পিন উইকেটই চাইবে কেকেআর। তেমন পিচ পেলে মইন আলিকে দলে চাইবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ?

Advertisement

কলকাতার দুই ওপেনার নিশ্চিত। কুইন্টন ডি’ককের সঙ্গে সুনীল নারাইন নামবেন। তাঁদের জুটি শুরু থেকেই ভাল খেলতে শুরু করলে ইডেনে ২০০ রানের গণ্ডি টপকে যাওয়াও খুব কঠিন হবে না। তিন নম্বরে অবশ্যই নামবেন অধিনায়ক রাহানে। ব্যাট হাতে রানের মধ্যে রয়েছেন তিনি। চার, পাঁচ এবং ছ’নম্বরে যথাক্রমে খেলবেন বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী এবং রিঙ্কু সিংহ।

কেকেআরের হয়ে এ বারে ফর্মে নেই আন্দ্রে রাসেল। তিনি ব্যাটে, বলে দলকে ভরসা দিতে পারছেন না। গত সাতটি ম্যাচ মিলিয়ে তিনি ৩৪ রানের বেশি করতে পারেননি। বল হাতে উইকেট নিয়েছেন মাত্র পাঁচটি। এমন এক জনের জায়গায় মইন আলিকে দলে ফেরাতে পারে কেকেআর। মইন ব্যাট করতে পারেন। স্পিনার হিসাবেও যথেষ্ট কার্যকরী। রাসেলের জায়গায় তাই ইংল্যান্ডের অলরাউন্ডারকে জায়গা দিতে পারে কেকেআর। ফিনিশার হিসাবে থাকবেন রমনদীপ সিংহ।

Advertisement

গত ম্যাচে বোলারদের দাপটেই বিপক্ষকে ১১১ রানে আটকে দিয়েছিল কলকাতা। পেস আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন হর্ষিত রানা। একাই নিয়েছিলেন তিন উইকেট। সোমবারও তাঁকে দলে রাখবে কেকেআর। সঙ্গী হবেন বৈভব অরোরা। গত ম্যাচে খেলেছেন অনরিখ নোখিয়েও। সোমবারও তাঁর উপর ভরসা রাখতে পারে দল। স্পিন আক্রমণ সামলানোর জন্য নারাইন এবং মইনের সঙ্গে থাকবেন বরুণ চক্রবর্তী।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারাইন, কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, মইন আলি, রমনদীপ সিংহ, মইন আলি, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।

গুজরাতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), শেরফেইন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট প্লেয়ার: ওয়াশিংটন সুন্দর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement