India vs Pakistan cricket

রবিবার ভারত-পাক ম্যাচ, আনন্দবাজার অনলাইনে ছয় বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী বাংলার চার ক্রিকেটারের

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ভারত-পাক ম্যাচের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১
Share:
Rohit Sharma and Mohammad Rizwan

রোহিত শর্মা এবং মহম্মদ রিজ়ওয়ান। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আগ্রহ তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ বারে দুই দল মুখোমুখি হবে রবিবার। দুবাইয়ের সেই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ভারত-পাক ম্যাচের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।

Advertisement

বাংলার তিন প্রাক্তন ক্রিকেটার এবং রঞ্জি ট্রফির অধিনায়ক আনন্দবাজার অনলাইনকে জানালেন তাঁদের ভবিষ্যদ্বাণী। কী কী বললেন তাঁরা? অনুষ্টুপ মজুমদার বাংলাকে এ বারের রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন। অভিজ্ঞ ক্রিকেটার বহু ম্যাচে বাংলাকে জিতিয়েছেন। কঠিন ম্যাচে তাঁর ব্যাট বাংলাকে ভরসা দিয়েছে বহু বার। তিনি জানালেন ভারত-পাক ম্যাচ নিয়ে কী ভাবছেন। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল ভারতের হয়ে খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পেপসি কাপে ভারত-পাক ম্যাচ খেলেছিলেন লক্ষ্মী। তিনিও জানালেন রবিবার কী হতে পারে।

GFX

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ভবিষ্যদ্বাণী করলেন বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তিনি এক সময় ভারতীয় দলের নির্বাচকও ছিলেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করলেন বাংলার প্রাক্তন স্পিনার সৌরাশিস লাহিড়ী। বহু ম্যাচে বাংলাকে জিতিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলার তরুণ ক্রিকেটারদের তুলে আনার নেপথ্যেও রয়েছে তাঁর বড় ভূমিকা। বাংলার এই চার ক্রিকেটার কী বললেন?

Advertisement

১| রবিবার সবচেয়ে বেশি রান করবেন কে?

সম্বরণ: শুভমন গিল।

লক্ষ্মী: বিরাট কোহলি।

সৌরাশিস: রোহিত শর্মা।

অনুষ্টুপ: রোহিত শর্মা।

২| সবচেয়ে বেশি উইকেট নেবেন কে?

সম্বরণ: অক্ষর পটেল।

লক্ষ্মী: মহম্মদ শামি।

সৌরাশিস: মহম্মদ শামি।

অনুষ্টুপ: আবরার আহমেদ।

৩| ম্যাচ জেতাবেন কে?

সম্বরণ: রবীন্দ্র জাডেজা।

লক্ষ্মী: অক্ষর পটেল।

সৌরাশিস: হার্দিক পাণ্ড্য।

অনুষ্টুপ: রবীন্দ্র জাডেজা।

৪| সেরা তরুণ ক্রিকেটার কে হবেন?

সম্বরণ: শুভমন গিল।

লক্ষ্মী: হর্ষিত রানা।

সৌরাশিস: সলমন আঘা।

অনুষ্টুপ: সলমন আঘা।

৫| মহম্মদ শামি এবং শাহিন আফ্রিদির মধ্যে কার প্রভাব বেশি?

সম্বরণ: মহম্মদ শামি।

লক্ষ্মী: মহম্মদ শামি।

সৌরাশিস: মহম্মদ শামি।

অনুষ্টুপ: মহম্মদ শামি।

৬| খেলতে নামার আগে এগিয়ে কোন দল?

সম্বরণ: ভারত।

লক্ষ্মী: ভারত।

সৌরাশিস: ভারত।

অনুষ্টুপ: ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement