ICC Champions Trophy 2025

পাক পেসার আদৌ খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? নিশ্চিত নন প্রাক্তন সতীর্থ

রউফ চোট পেয়েছেন ঠিকই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে যাবেন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু পাকিস্তানের মহম্মদ আমির নিশ্চিত নন। তিনি জানেন না রউফ আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্ত হতে পারবেন কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭
Share:
Haris Rauf

হ্যারিস রউফ। —ফাইল চিত্র।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক পেসার চোটের কারণে বাদ পড়েছেন। সেই তালিকায় পাকিস্তানের হ্যারিস রউফের নাম এখনও ওঠেনি। তিনি চোট পেয়েছেন ঠিকই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে যাবেন বলেই শোনা যাচ্ছিল। কিন্তু পাকিস্তানের মহম্মদ আমির নিশ্চিত নন। তিনি জানেন না রউফ আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্ত হতে পারবেন কি না।

Advertisement

পাকিস্তান, নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ত্রিপাক্ষিক সিরিজ় খেলতে গিয়ে চোট পেয়েছিলেন রউফ। যে কারণে তিনি শেষ ম্যাচটি খেলতে পারেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রেখেছে পাকিস্তান। প্রাক্তন পেসার আমির বলেন, “রউফের যদি পেটের পেশিতে চোট লেগে থাকে তা হলে ছ’সপ্তাহ লাগবে সুস্থ হতে। আর যদি শুধু পেশি শক্ত হয়ে থাকে, তা হলে অসুবিধা নেই। কিন্তু যদি চোট হয়, তা হলে কম করে ছ’সপ্তাহ বিশ্রাম নিতে হবে। তার পর রিহ্যাব করতে হবে।”

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেসারদের চোটের তালিকা বেশ লম্বা। জসপ্রীত বুমরাহকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত। অস্ট্রেলিয়া পাবে না প্যাট কামিন্স, জস হেজ়লউড এবং মিচেল স্টার্ককে। দক্ষিণ আফ্রিকার অনরিখ নোখিয়েও চোটের কারণে বাদ। নিউ জ়িল্যান্ডের লকি ফার্গুসন এবং বেন সিয়ার্সও নাম লিখিয়েছেন এই তালিকায়। পাকিস্তান যদি রউফকে না পায় তা হলে সমস্যায় পড়বে তারাও।

Advertisement

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে করাচিতে খেলবে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি খেলবে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে দুবাইয়ে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান খেলবে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিণ্ডিতে হবে সেই ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement