টেস্ট সিরিজ় শুরুর আগে উদ্বিগ্ন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মাসুদ। ছবি: পিসিবি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে সমস্যায় পাকিস্তান। চোটের জন্য প্রথম টেস্টে অনিশ্চিত দলের প্রধান স্পিনার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন আবরার আহমেদ।
প্যাট কামিন্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল ফলের জন্য লেগ স্পিনার আবরারদের উপর অনেকটাই নির্ভর করেছিলেন শান মাসুদ। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়কের সেই আশায় জল ঢেলে দিল তরুণ লেগ স্পিনারের চোট। প্রস্তুতি ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন আবরার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন মাত্র ৮ ওভার বল করতে পেরেছেন তিনি। ডান পায়ে অস্বস্তি অনুভব করার কথা জানিয়েছেন ২৫ বছরের লেগ স্পিনার।
আবরারের চোট কতটা গুরুতর, তা জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। চোটের কথা জানানোর পরেই তাঁকে স্ক্যান করাতে পাঠানো হয়। সেই রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, কবে খেলতে পারবেন আবরার। দলের মেডিক্যাল টিম মনে করছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলের প্রধান স্পিনারের খেলার সম্ভাবনা কম।
আবরারের উপর মাসুদের নির্ভরতা প্রকাশ পেয়েছে তাঁর কথাতেই। অস্ট্রেলিয়ার মাটিতে তিনিই মাসুদের তুরুপের তাস। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক কয়েক দিন আগেই বলেছেন, ‘‘আবরার অভিষেকের পর থেকেই আমাদের দলের জন্য কিছু না কিছু অবদান রেখে চলেছে। ভাল দলগুলির বিরুদ্ধে ও প্রচুর উইকেট নিয়েছে। আশা করছি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আবরার। আমাদের সাফল্য এনে দেবে।’’
আবরার খেলতে না পারলে পাকিস্তান শিবিরকে অনেকটাই তাকিয়ে থাকতে হবে বাঁহাতি স্পিনার নোমান আলির দিকে। আবরার ছাড়া তিনিই দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। উল্লেখ্য, পার্থে পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে।