ICC Champions Trophy 2025

ভারতের কাছে হারার পর কোহলির সঙ্গে ছবি তোলার লাইন পাক ক্রিকেটারদের! আবদার মেটালেন বিরাটও

ক্রিকেটমহলে বিরাট কোহলির অসংখ্য ভক্তের মধ্যে রয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটারও। রবিবার ম্যাচের পর তাঁরা ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৮
Share:
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বিরাট কোহলির অপরাজিত শতরানের ইনিংসের কাছে হার মানতে হয়েছে পাকিস্তানকে। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোণঠাসা পাকিস্তান। তবু সেই কোহলিই নায়ক পাকিস্তান শিবিরে। রবিবার ম্যাচের পর মহম্মদ রিজ়ওয়ানের দলের সদস্যেরা লাইন দিয়ে ছবি তুললেন কোহলির সঙ্গে। ম্যাচ হাতছাড়া হলেও নিজস্বীর সুযোগ হাতছাড়া করেননি তাঁরা।

Advertisement

ক্রিকেট বিশ্বে ভক্তের অভাব নেই কোহলির। পাকিস্তানেও অসংখ্য ভক্ত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়কের। এমনকি রিজ়ওয়ানের অনেক সতীর্থও কোহলির বিরাট ভক্ত। রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় এখন আর হয় না। বছরে দু’এক বার দু’দেশ মুখোমুখি হয় কোনও বহুদলীয় প্রতিযোগিতায়। তাই কোহলিকে কাছ থেকে দেখার বা তাঁর সঙ্গে কথা বলার সুযোগ তেমন পান না পাকিস্তানের তরুণ ক্রিকেটারেরা। শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের পর সুযোগ হাতছাড়া করেননি তাঁরা।

ভারতের কাছে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোণঠাসা হয়েও কোহলির সঙ্গে হাসি মুখে ছবি তুলতে দেখা গিয়েছে পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটারকে। দুবাইয়ের মাঠে কোহলির সঙ্গে ছবি তোলার জন্য এক রকম লাইন করে দাঁড়িয়ে পড়েন রিজ়ওয়ানের সতীর্থেরা। সেই লাইনে পাকিস্তানের একাধিক কোচিং স্টাফকেও দেখা গিয়েছে। প্রতিপক্ষ দলের সদস্যদের অনুরোধ ফেরাননি কোহলিও। এক এক করে সকলের সঙ্গে ছবি তোলেন হাসিমুখে। পাকিস্তানের ক্রিকেটারদের ‘ফ্যান বয়’ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

Advertisement

শনিবার ম্যাচের পর ভারত এবং পাকিস্তান দুই শিবিরই তাকিয়ে রয়েছে বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। সোমবার নিউ জ়িল্যান্ড জিতলে পাকিস্তান এবং বাংলাদেশ ছিটকে যাবে সেমিফাইনলের দৌড় থেকে। অন্য দিকে, ভারতের সঙ্গে নিউ জ়িল্যান্ডও জায়গা করে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement