বাবর আজ়ম এবং মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানে হার পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই হার মেনে নিতে পারছেন না শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কটাক্ষ করলেন বাবর আজ়মদের। চার ম্যাচের সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়ল পাকিস্তান।
পাকিস্তানের খেলা দেখে খুশি হতে পারছেন না মালিক। তিনি বলেন, “এটা পাকিস্তান সুপার লিগ নয়, আন্তর্জাতিক ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন খেলা মেনে নেওয়া যায় না।” পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে খুশি নন মালিক। তিনি বলেন, “ফখর জমান, বাবর, ইফতিখর আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, এই অর্ডারে ব্যাট করতে নামা উচিত। অধিনায়কের উচিত ঠিক জায়গায় ঠিক ক্রিকেটারকে ব্যবহার করা।”
মালিকের মতে আজম খান এবং ইফতিখরকে ফিনিশার হিসাবে ব্যবহার করা হলেও তাদের আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমাদের সামনের দিকে তাকানো উচিত। আজম এবং ইফতিখরকে আরও বেশি বল খেলার সুযোগ দেওয়া হোক। মাঠে নেমে একটু সময় নিক ওরা। নেমেই ১২-১৪ রান করে দেবে এটা ভাবা উচিত নয়। আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা।”
সিরিজ়ের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে হেরে যায় পাকিস্তান। বাকি রয়েছে আর দু’টি ম্যাচ। সিরিজ় জিততে হলে ওই দু’টি ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।