Babar Azam Poor Form

ঘরোয়া ক্রিকেটে ফিরে ব্যর্থ বাবর! দেশের হয়ে মাত্র চার ম্যাচ খেলা স্পিনারের বলে আউট

খারাপ সময় চলছে বাবর আজ়মের। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি তিনি। এক অনামী বোলারের বলে আউট হয়ে ফিরেছেন পাকিস্তানের ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৩১
Share:
cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

ব্যাটে রান নেই বাবর আজ়মের। সে দেশের হয়েই হোক বা ঘরোয়া ক্রিকেটে। খারাপ সময় শেষ হওয়ার নাম নিচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি বাবর। এক অনামী বোলারের বলে আউট হয়ে ফিরেছেন পাকিস্তানের ব্যাটার।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলায় পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে বাবরকে। তার পরেও ঘরোয়া প্রতিযোগিতায় নামতে চাননি তিনি। ন্যাশনাল টি২০ লিগে লাহোর ব্লুজ়ের হয়ে খেলেছেন বাবর। সেই দলের অধিনায়ক হুসেন তালাত। তাঁদের ম্যাচ ছিল করাচি হোয়াইটসের বিরুদ্ধে। সেই দলের অধিনায়ক সাউদ শাকিল।

প্রথমে ব্যাট করে ১৭১ রান করে করাচি। ১৭২ রান তাড়া করতে নেমে ১৭ বল খেলে ২২ রান করেন বাবর। বাবরকে আউট করেছেন লাহোরের ৩০ বছর বয়সি স্পিনার দানিশ আজিজ। পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দু’টি টি-টোয়েন্টি ও দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। বাবর অধিনায়ক থাকার সময়ই তাঁর অভিষেক হয়েছিল। কিন্তু বেশি দিন খেলতে পারেননি। সেই অনামী বোলারের বলে আউট হতে হয়েছে বাবরকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement