PCB Protest on Champions Trophy Award Ceremony

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণ নিয়ে বিতর্ক বাড়ছে, আমন্ত্রণ না পেয়ে কড়া পদক্ষেপ পাক বোর্ডের

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে বিতর্ক বাড়ছে। এই বিষয়ে আইসিসি যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৫:৪৫
Share:
cricket

চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ (বাঁ দিকে) ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি: পিটিআই।

ক্ষোভ কমছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি না থাকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। এই বিষয়ে আইসিসি যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আরও বড় পদক্ষেপ করতে চলেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় অভিযোগ দায়ের করতে চলেছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।

Advertisement

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। নিয়ম অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী এবং সচিব দেবজিৎ শইকীয়া থাকলেও পাকিস্তানের কোনও ক্রিকেটকর্তা ছিলেন না। ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। অর্থাৎ, মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয়। তাঁরাই ক্রিকেটারদের মেডেল ও ব্লেজ়ার পরিয়ে দেন। রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন শাহ। এই ঘটনার পরেই শুরু হয় বিতর্ক।

কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি, আইসিসির কাছে তার জবাব চায় পাক বোর্ড। এক সূত্রের দাবি, পাক বোর্ডের সিইও সুমাইর আহমেদ হাজির ছিলেন দুবাই স্টেডিয়ামে। তবু পুরস্কারমঞ্চে তাঁকে ডাকা হয়নি। ওই সূত্র বলেন, “পিসিবি চেয়ারম্যান নকভি ফাইনালের দিন দুবাইয়ে থাকতে পারেননি। কারণ দেশের প্রাদেশিক মন্ত্রী হিসাবে পূর্বনির্ধারিত কিছু কাজ ছিল তাঁর। তবে সিইও-কে পাঠানো হয়েছিল দুবাইয়ে। কিন্তু তাঁকে মঞ্চে ডাকা হয়নি।”

Advertisement

বিতর্কের মুখে আইসিসি জানায়, নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সচিবকে পুরস্কারমঞ্চে ডাকা যায়। তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না। আইসিসির এক মুখপাত্র বলেন, ‘‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। তাঁকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।’’

আইসিসির এই ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, বোর্ডের সিইও তো সেখানে ছিলেন। তাঁকে কেন ডাকা হল না। তা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আইসিসির উপর আরও কয়েকটি ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান। ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো পরিবর্তন বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর ঘটনা ভাল ভাবে নেয়নি তারা। ফলে পুরস্কারমঞ্চের ঘটনা সহজে ছাড়তে চাইছে না তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement