Pakistan Cricket Board

দেশবিরোধী মন্তব্য বরদাস্ত নয়, খুশদিল-কাণ্ডের নিন্দা পাকিস্তান ক্রিকেট বোর্ডের

গত শনিবার পাকিস্তানের ক্রিকেটারেরা মাঠ প্রদক্ষিণ করছিলেন। সে সময় এক বিদেশি সমর্থক গালিগালাজ করেছিলেন এবং পাকিস্তান বিরোধী কথা বলেছিলেন বলে অভিযোগ। তাতে মেজাজ হারান খুশদিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৪
Share:
Picture of Khushdil Shah

উত্তেজিত খুশদিল শাহ। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের কাছে এক দিনের সিরিজ় হারের পর এক দর্শকের উপর চড়াও হয়েছিলেন পাক ক্রিকেটার খুশদিল শাহ। সেই ঘটনায় বিদেশের মাটিতে মুখ পুড়েছিল পাকিস্তান ক্রিকেটের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘটনার নিন্দা করে দুষেছে সংশ্লিষ্ট দুই সমর্থককে। দেশ বিরোধী মন্তব্য বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।

Advertisement

গত শনিবার তৃতীয় এক দিনের ম্যাচের পর পাকিস্তানের ক্রিকেটারেরা মাঠ প্রদক্ষিণ করছিলেন। সে সময় এক বিদেশি সমর্থক গালিগালাজ করেছিলেন এবং পাকিস্তান বিরোধী কথা বলেছিলেন বলে অভিযোগ। তাতে মেজাজ হারান খুশদিল। বিজ্ঞাপনের বিলবোর্ড টপকে সেই সমর্থকের দিকে তেড়ে গিয়েছিলেন পাক ক্রিকেটার। নিরাপত্তারক্ষী এবং সতীর্থেরা কোনও রকমে শান্ত করেছিলেন তাঁকে। সেই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছে পিসিবি। তাতে বলা হয়েছে, ‘‘ম্যাচের পর দুই বিদেশি সমর্থক অশালীন ভাষায় ক্রিকেটারদের আক্রমণ করেছে। পাকিস্তান বিরোধী মন্তব্যও শোনা গিয়েছে তাঁর মুখে। খুশদিল শাহ প্রতিবাদ করে। তাতে ওই দুই আফগান পশতু ভাষায় আরও কিছু অপমানজনক মন্তব্য করেন। পাকিস্তান দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স্টেডিয়াম কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেন এবং অভিযুক্তদের বের করে দেওয়া হয়। সেই ধরনের ঘটনা বরদস্ত করা যায় না।’’ ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত বলেও জানিয়েছে পিসিবি। যদিও নিউ জ়িল্যান্ড ক্রিকেটের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে তারা। খুশদিলের আচরণ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

শনিবারই ঘটনার প্রতিবাদ করে বিবৃতি দেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে। বলা হয়েছিল, ‘‘জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে এক জন বিদেশি সমর্থকের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করছে পাকিস্তান ক্রিকেট দল।’’ উল্লেখ্য, নিউ জ়িল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ১-৪ ব্যবধানে হেরেছে পাকিস্তান। পরে ০-৩ ব্যবধানে হেরেছে এক দিনের সিরিজ়ও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement