আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
এ বারই প্রথম আইপিএল ও পাকিস্তান সুপার লিগ একই সময়ে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় পাকিস্তান সুপার লিগ পিছিয়ে দিতে হয়েছে। এ বার আইপিএলের সময়ের সঙ্গে সংঘাত এড়াতে পাকিস্তান সুপার লিগের ম্যাচের সময়ে বদল করতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর সময়।
পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসির জানিয়েছেন, আগে পাকিস্তানের সময়ে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হত। সেটা এক ঘণ্টা পিছিয়ে ৮টা করা হয়েছে। অর্থাৎ, ভারতীয় সময়ে সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান সুপার লিগের ম্যাচ। তত ক্ষণে আইপিএলের খেলা এক ঘণ্টা হয়ে যাবে। দু’টি প্রতিযোগিতার খেলা এক সময়ে শেষ হবে না। সাধারণত, শেষ দিকে খেলায় উত্তেজনা তৈরি হয়। সেই কারণেই আইপিএলের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না পাকিস্তান। সময় বদলে দিয়েছে তারা।
১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। তার আগে সাংবাদিক বৈঠকে সলমন বলেন, “আমাদের ম্যাচের সময় বদলাতে হল। তবে পাকিস্তান সুপার লিগের নিজস্ব সমর্থক রয়েছে। তাই আশা করছি, খেলায় কোনও প্রভাব পড়বে না। মাঠও ভরবে। প্রতি বার এই প্রতিযোগিতা থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসে। এ বারও তা হবে।”
এ বার আগেও আইপিএল ও পাকিস্তান সুপার লিগে সংঘাত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারেরা ভারতের লিগে খেলছেন। যাঁরা এখানে দল পাননি তাঁদের মধ্যে কেউ কেউ পাকিস্তানের লিগে খেলতে গিয়েছেন। পাকিস্তান সুপার লিগে ডায়মন্ড ক্যাটেগরিতে থাকা কর্বিন বশকে পরিবর্ত ক্রিকেটার হিসাবে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ঘটনায় আইপিএলের বিরুদ্ধে সুর তুলেছেন পাক ক্রিকেটারেরা। এ বার আরও এক বার পিছু হটল পাক বোর্ড।