বিরাট কোহলি। —ফাইল চিত্র ।
বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউ জ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। ম্যাচের টিকিট জোগাড় করতে হন্যে হয়ে এর-তার দ্বারস্থ হচ্ছেন অনেকে। সেই টিকিট নিয়ে চলছে কালোবাজারিও। সেমিফাইনাল ম্যাচের এক একটি টিকিটের দর হাঁকানো হচ্ছে এক লক্ষ টাকারও বেশি। ভারত ও নিউ জ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের টিকিট কালোবাজারির অভিযোগে মুম্বইয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রোশন গুরুবক্ষনি। অভিযোগ, ভারত ও নিউ জ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের টিকিট এক লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করছিলেন রোশন। তখনই হাতেনাতে গ্রেফতার হন তিনি। অভিযুক্তের কাছ থেকে দু’টি টিকিটও উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রোশনের সঙ্গে আরও এক জন জড়িত ছিলেন বলেও তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। অন্য অভিযুক্তকে গ্রেফতার করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
অভিযুক্ত রোশন এবং দ্বিতীয় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বিশ্বকাপ ম্যাচের টিকিট কেনার বিষয়ে ক্রিকেটপ্রেমীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার প্রভিন মুন্ধে।
প্রসঙ্গত, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউ জ়িল্যান্ড।