ICC Champions Trophy 2025

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার ২৪ ঘণ্টা আগে দলে বদল নিউ জ়িল্যান্ডের, এলেন পেসার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলে পরিবর্তন করতে হল নিউ জ়িল্যান্ডকে। এলেন এক পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
Share:
cricket

নিউ জ়িল্যান্ডের কয়েক জন ক্রিকেটার। ছবি: পিটিআই।

বুধবার থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলে পরিবর্তন করতে হল নিউ জ়িল্যান্ডকে। চোটের কারণে ছিটকে গেলেন এক পেসার। তাঁর বদলে এলেন আর এক পেসার।

Advertisement

লকি ফার্গুসনকে দলে রেখেছিল নিউ জ়িল্যান্ড। আশা করা হয়েছিল, ডান পায়ের চোট তাঁর সেরে যাবে। কিন্তু চোট সারেনি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। তাঁর বদলে আর এক ডানহাতি পেসার কাইল জেমিসনকে দলে নেওয়া হয়েছে।

নিউ জ়িল্যান্ড প্রধান কোচ গ্যারি স্টিড এই বদলের কথা জানিয়েছেন। ফার্গুসনকে না পেয়ে তিনি হতাশ। গ্যারি বলেন, “ফার্গুসন না থাকা হতাশাজনক। ও আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য। বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। মাঝের ওভারে উইকেট তুলতে পারে। আশা করছি ফার্গুসন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।”

Advertisement

আগেই দলে পরিবর্তন করতে বাধ্য হয়েছে নিউ জ়িল্যান্ড। চোটের কারণে খেলতে পারবেন না পেসার বেন সিয়ার্স। তাঁর বদলে জেকব ডাফিকে দলে নেওয়া হয়েছে। এ বার আর এক পেসারকে বদল করতে বাধ্য হলেন কেন উইলিয়ামসনেরা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নিউ জ়িল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেমিসন। ২০২১ সালে প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের ম্যাচের পর থেকে আর ৫০ ওভারের ক্রিকেট খেলেননি জেমিসন। এখন দেখার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে তিনি জায়গা পান কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement