সন্দীপ লামিছানে। ছবি: এক্স।
এক নাবালিকাকে ধর্ষণের দায়ে কাঠমান্ডু জেলা আদালত দোষী সাব্যস্ত করল নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানেকে। শুক্রবার কাঠমান্ডুর জেলা আদালতের বিচারপতি শিশির রাজ ধাকাল এই নির্দেশ দিয়েছেন। গত রবিবার থেকে শুনানি শুরু হয়েছিল। শুক্রবার তা শেষ হয়েছে। পরের শুনানিতে কত দিনের জেলের সাজা হবে লামিছানের সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত লামিছানে জামিনে মুক্ত। অতীতে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন।
গত ১২ জানুয়ারি নেপালের পটন হাইকোর্ট লামিছানেকে জামিনে মুক্তি দিয়েছিল। লামিছানের দায়ের করা রিভিউ পিটিশনের ভিত্তিতে বিচারপতি ধ্রুবরাজ নন্দ এবং বিচারপতি রমেশ দাহাল নির্দেশ দেন, নেপালের মুদ্রায় ২০ লাখ টাকার বিনিময়ে জামিন দিতে হবে লামিছানেকে। তিনি সেই টাকা দিয়ে দেওয়ায় জামিনে জেলের বাইরে আসেন।
উল্লেখ্য, গত বছরের ২১ অগস্ট কাঠমান্ডু ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস লামিছানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে। এর পর ৬ সেপ্টেম্বর মেট্রোপলিটান পুলিশের কাছে লামিছানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। তার এক মাস পর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে ফেরার পর বিমানবন্দরেই গ্রেফতার করা হয় লামিছানেকে। লামিছানেকে নিলম্বিত করে নেপাল ক্রিকেট সংস্থা।
গ্রেফতার হওয়ার আগেই লামিছানে জানিয়েছিলেন, তিনি পুলিশের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে রাজি। আইনি পথেই বিষয়টি দেখে নিতে চান। তিনি চক্রান্তের শিকার বলেও দাবি করেছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর নেপাল ক্রিকেট দলের হয়ে এ বছরের ফেব্রুয়ারিতে বিশ্বকাপ লিগ ২-তে ত্রিদেশীয় সিরিজ় খেলেন। বিপক্ষ দল নামিবিয়া এবং স্কটল্যান্ডের কোনও ক্রিকেটার লামিছানের সঙ্গে হাত মেলাননি। তাঁকে পরের একটি ত্রিদেশীয় সিরিজ় থেকে বাদ দেয় নেপাল। কিন্তু সতীর্থ চোট পাওয়ায় তাঁকে নেওয়া হয়। এর পরে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলেন লামিছানে। শেষ বার দেশের হয়ে নেমেছেন অগস্টে। কেনিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।