IPL 2025

অধিনায়ক বদলের দাবি! নীতা অম্বানীকে সামনে পেয়েই আর্জি মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের

এ বার আইপিএলের শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ছ’টি ম্যাচের চারটিতে হেরেছেন হার্দিক পাণ্ড্যেরা। স্বভাবতই হতাশ মুম্বইয়ের সমর্থকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৪
Share:
picture of Nita Ambani

নীতা অম্বানী। —ফাইল চিত্র।

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলেও ধুঁকছে। ছ’টি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছেন হার্দিক পাণ্ড্যেরা। দলের পারফরম্যান্সে হতাশ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকেরা। মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা অম্বানীকে সামনে পেয়ে এক সমর্থক রোহিত শর্মাকে আবার অধিনায়ক করার অনুরোধ করেন।

Advertisement

কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তাঁর সঙ্গে দেখা হয় মুম্বই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।’’ আর্জি শুনে নীতা মেজাজ হারাননি। হাসিমুখেই সেই সমর্থককে বলেন, ‘‘সবই বাবার (সাইবাবা) ইচ্ছা।’’ নীতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ঘটনাটি অবশ্য দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে। রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় জয় পেয়েছেন হার্দিকেরা। উল্লেখ্য, গত মরসুমে রোহিত শর্মাকে সরিয়ে বরোদার অলরাউন্ডারকে অধিনায়ক করেছিলেন মু্ম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। আগের বার আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ভাল হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement