MI vs LSG in IPL 2025

রিকেলটন, সূর্যকুমারের অর্ধশতরানে দাপট মুম্বইয়ের, ওয়াংখেড়েতে জিততে লখনউয়ের চাই ২১৬ রান

ওপেনিংয়ে রায়ান রিকেলটন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব। দুই ব্যাটারের দৌলতে রবিবার আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৫/৭ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:২৪
Share:
cricket

খেলছেন সূর্যকুমার (বাঁ দিকে), দেখছেন পন্থ। ছবি: পিটিআই।

ওপেনিংয়ে রায়ান রিকেলটন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব। দুই ব্যাটারের দৌলতে রবিবার আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে ২১৫/৭ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। পিচ থেকে বোলারেরা সে ভাবে সাহায্যই পাননি। ফলে মুম্বইয়ের রান তোলা সহজ হয়েছে।

Advertisement

চোট কাটিয়ে এ দিনই আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মায়াঙ্ক যাদব। প্রথম ওভারটা খারাপ করেনওনি। পর পর চারটি বল ১৪০ কিলোমিটারের উপরে ছিল। পঞ্চম বলে চার মারেন রায়ান রিকেলটন। নিজের দ্বিতীয় ওভারে মায়াঙ্কের বলে পর পর দু’টি ছয় মারেন রোহিত শর্মা। পঞ্চম বলেই মায়াঙ্ক তুলে নেন রোহিতকে। আগের দু’টি ম্যাচে অর্ধশতরান করলেও এ দিন ভাল খেলতে পারলেন না রোহিত।

রোহিত ফিরলেও মুম্বইয়ের রানের গতি কমেনি। সৌজন্যে আর এক ওপেনার রিকেলটন। আইপিএল যত এগোচ্ছে ততই ফর্মে ফিরছেন তিনি। এ দিন দিগ্বেশ রাঠীর একটি ওভারে নিলেন ১৯ রান। মারলেন দু’টি ছয় এবং একটি চার। সেই দিগ্বেশই আউট করেন রিকেলটনকে (৫৮)।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফেরার পরে চালিয়ে খেলতে শুরু করেন উইল জ্যাকস। মায়াঙ্কের একটি ওভারে ১৬ রান ওঠে। তিলক বর্মা (৬) এবং হার্দিক পাণ্ড্য (৫) ব্যর্থ হলেও থামানো যাচ্ছিল না সূর্যকুমার যাদবকে। লখনউয়ের কোনও বোলারকেই রেয়াত করছিলেন না তিনি। আবেশ খানকে ছয় মেরে অর্ধশতরান করার পরেই আউট হন সূর্য (৫৪)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement