IPL 2025

হার্দিক, রোহিতদের শিবিরে ‘কোচ’ বলিউড অভিনেতা! আইপিএলে চমক মুম্বইয়ের

অভিনব পদক্ষেপ মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের। আইপিএলের আসন্ন মরসুমের জন্য তাঁরা বিশেষ দায়িত্ব দিয়েছেন জ্যাকি শ্রফকে। দলের ‘স্পিরিট কোচ’ হিসাবে নিয়োগ করা হয়েছে বলিউড অভিনেতাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১১:২৯
Share:
picture of Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

আইপিএলে নতুন চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহ, তিলক বর্মাদের বিশেষ কোচের ভুমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফকে। বলিউড অভিনেতাকে ‘স্পিরিট কোচ’ হিসাবে নিয়োগ করে অভিনব সিদ্ধান্ত নিল পাঁচ বারের চ্যাম্পিয়ন দল।

Advertisement

গত দু’বছর আইপিএলের প্রত্যাশিত ফল করতে পারেনি মুম্বই। তাই এ বার প্রতিযোগিতা শুরু আগে থেকেই বিশেষ উদ্যোগ নিলেন দল কর্তৃপক্ষ। গোটা প্রতিযোগিতায় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে রাখতে নিয়োগ করা হল বিশেষ কোচ। কোনও মেন্টাল কন্ডিশনিং কোচকে নয়, দায়িত্ব দেওয়া হল জ্যাকিকে। তিনি দলের ‘স্পিরিট কোচ’ হিসাবে কাজ করবেন। এ বারের প্রতিযোগিতায় মুম্বইয়ের লক্ষ্য ভয়ডরহীন ক্রিকেট খেলা। সে জন্যই বলিউডের অন্যতম জনপ্রিয় ‘হিরো’কে যুক্ত করা হয়েছে দলের সঙ্গে।

ক্রিকেটারদের উদ্ধুব্ধ করার কাজ করবেন জ্যাকি। মানসিক ভাবে সব সময় তরতাজা এবং সাহসী রাখার চেষ্টা করবেন হার্দিক, রোহিতদের। নতুন দায়িত্বে জ্যাকি কতটা সফল হবেন, তা বোঝা যাবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর। দেশের প্রথম সারির অভিজ্ঞ ক্রিকেটারদের তিনি কী ভাবে চাঙ্গা রাখবেন, তা নিয়েও উৎসাহ থাকবে ক্রিকেটপ্রেমীদের। বৃহস্পতিবার সমাজমাধ্যমে জ্যাকিকে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুম্বই কর্তৃপক্ষ।

Advertisement

আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ২৩ মার্চ মাঠে নামবে মুম্বই। চেন্নাইয়ের মাঠে হার্দিকের দলের প্রথম প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement