Syed Mushtaq Ali Trophy

ফর্মে ফিরলেন আইপিএল নিলামে অবিক্রিত পৃথ্বী, টি২০ ক্রিকেটে দাপট রাহানের, ব্যর্থ শ্রেয়স-সূর্য

পৃথ্বী, রাহানে, শিবমদের দাপটে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল মুম্বই। তবে রান পেলেন না মুম্বই এবং ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক শ্রেয়স এবং সূর্যকুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:১২
Share:

—ফাইল চিত্র।

বেশ কিছু দিন রানের মধ্যে ছিলেন না পৃথ্বী শ। বাদ পড়েছিলেন মুম্বইয়ের রঞ্জি দল থেকে। আইপিএলের নিলামেও দল পাননি ২৫ বছরের মুম্বইকর। অবশেষে তাঁকে দেখা গেল চেনা আগ্রাসী মেজাজে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর ২৬ বলে ৪৯ রানের ইনিংস মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। কেকেআরের অজিঙ্ক রাহানে খেললেন ৪৫ বলে ৮৪ রানের ইনিংস।

Advertisement

আইপিএলের নিলামে দল না পেয়ে হতাশা গোপন করেননি পৃথ্বী। তাঁর বিরুদ্ধে বার বার বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন রঞ্জি ট্রফির দল থেকেও। তাঁর ফিটনেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুম্বইয়ের কোচিং স্টাফেরা। সেই পৃথ্বীই আবার রানে ফিরলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ওপেন করতে নেমে খেলেছেন ৪৯ রানের ইনিংস। তাঁর ২৬ বলের ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৪টি ছয়। ওপেনিংয়ে তাঁর সঙ্গী রাহানেও মুম্বইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। আইপিএলের গত নিলামে শেষ দিকে রাহানেকে কিনেছিল কেকেআর। অভিজ্ঞ ব্যাটার ১০টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে করলেন ৮৫ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮৬.৬৬।

ব্যর্থ কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা প্রতিযোগিতায় মুম্বইয়ের অধিনায়ক শ্রেয়স আয়ার (৫)। রান পেলেন না ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (৯)। বিদর্ভের করা ৬ উইকেটে ২২১ রানের জবাবে মুম্বইয়ের হয়ে লড়লেন শিবম দুবে এবং সূর্যাংশু শেদগে। শিবম ২২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললেন। সূর্যাংশু করলেন ১২ বলে ৩৬। ১৯.২ ওভারে ৪ উইকেটে ২২৪ রান তুলে প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নিল মুম্বই।

Advertisement

এর আগে অথর্ব তাইদে (৪১ বলে ৬৬), অপূর্ব ওয়ানখেড়ে (৩৩ বলে ৫১), শুভম দুবের (১৯ বলে অপরাজিত ৪৩) দাপটে ২২১ রান করে বিদর্ভ। বল হাতে হতাশ করলেন শার্দূল ঠাকুর। ৩ ওভারে ৪১ রান দিলেও উইকেট পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement