(বাঁদিকে) হার্দিক পাণ্ড্য এবং মহম্মদ শামি। —ফাইল চিত্র।
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক পাণ্ড্য। ক্রিকেট এবং ব্যক্তিগত জীবনের জোড়া ধাক্কায় মানসিক ক্লান্তির কথা জানিয়েছেন শনিবারের এক অনুষ্ঠানেই। তার মধ্যেই গুজরাত টাইটান্সের প্রাক্তন অধিনায়ককে কাঠগড়ায় তুলেছেন মহম্মদ শামি। ২০২২ সালের আইপিএলের সময় হার্দিক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ বাংলার জোরে বোলারের। হার্দিকের ব্যবহারে কিছুটা বিস্মিত হয়েছিলেন।
২০২২ সালে প্রথম আইপিএল খেলে গুজরাত। সে বার হার্দিকের নেতৃত্বে গুজরাত চ্যাম্পিয়নও হয়েছিল। অধিনায়ক হার্দিকের প্রশংসা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। কিন্তু সতীর্থদের সঙ্গে নাকি ভাল ব্যবহার করতেন না তিনি। নিজের তেমনই এক অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেছেন, ‘‘সাধারণত এ সব ব্যাপারে কথা বলি না। কিন্তু খুব খারাপ কিছু হলে বলতেই হয়। আমাদের মধ্যে ভালই বন্ধুত্ব ছিল। সব রকম কথা হত। তবু আমার সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছিল এক দিন। আমরা পরস্পরকে ১০ বছর ধরে চিনতাম। ওর বোধহয় সেটা মনে ছিল না সে সময়। পরে আমাকে বলেছিল, ‘সত্যি বলছি, জানি না আমি তোমাকে কী বলেছি উত্তেজনার বশে।’ অথচ ও কী বলেছিল সেটা লাখ লাখ মানুষ টেলিভিশনে শুনেছিল। আমার মতে, কখনও কখনও আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি।’’ হার্দিক তাঁকে ঠিক কী বলেছিলেন, তা অবশ্য বলতে চাননি শামি।
এ বার আইপিএলের পূর্ণাঙ্গ নিলাম হবে। এক দিনের বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে থাকা শামিকে সম্ভবত ধরে রাখবেন না গুজরাত কর্তৃপক্ষ। তা নিয়ে শামি বলেছেন, ‘‘গুজরাতের হয়ে দু’বছর খেলেছি। ৪৮টা উইকেট পেয়েছি। আমাকে গুজরাত না রাখলেও কিছু বদলাবে না। যারা আমাকে দলে নেবে, তাদের হয়ে খেলব। কেউ ভাল পারফর্মার দলে রাখতে চাইলে আমাকে নিতেই পারে।’’
দীর্ঘ দিন খেলার মধ্যে না থাকলেও আত্মবিশ্বাসী বাংলার জোরে বোলার। সুস্থ হওয়ার পর সম্প্রতি নেটে অনুশীলন করেছেন শামি। আরও কিছু দিন দেশের হয়ে খেলাই লক্ষ্য। পাশাপাশি, আইপিএলেও ভাল পারফর্ম করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।