ICC ODI World Cup 2023

ঘুরিয়ে কোহলিকে পাকিস্তানের খোঁচা, স্টোকসের শতরানের পর লেগে গেল দুই প্রাক্তনের!

নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্টোকসের শতরানের ইনিংস দেখে আবার সরব পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ়। নাম না করে খোঁচা দিয়েছেন কোহলিকে। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন ভন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২২:৪০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

রান পাচ্ছিলেন না বেন স্টোকস। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করে ফর্মে ফিরলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তাঁর বুধবারের ইনিংস দেখার পর বিরাট কোহলিকে ঘুরিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ়। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

Advertisement

নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্টোকস ৮৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেছেন। ৬টি চার এবং ৬টি ছক্কা এসেছে স্টোকসের ব্যাট থেকে। দলের প্রয়োজনে স্টোকসের দায়িত্বশীল আগ্রাসী ইনিংস দেখার পর কোহলিকে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন হাফিজ়। ইডেন গার্ডেন্সে এক দিনের ক্রিকেটে কোহলি ৪৯তম শতরানের ইনিংসকে স্বার্থপরের মতো বলেছেন স্টোকস। সমাজমাধ্যমে হাফিজ় লিখেছেন, ‘‘চাপের মুখে দুর্দান্ত ১০০। আগাসী মেজাজে ব্যাটিং করেছে। দলের রান যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে খেলেছে। স্বার্থপর এবং নিঃস্বার্থ মনোভাবের ব্যাটিংয়ের পার্থক্য বুঝিয়ে দিয়েছে এই ইনিংস।’’

হাফিজ়ের এই মন্তব্যের পর জবাব দিয়েছেন ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হাফিজ়কে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘স্টোকস একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। তবে কলকাতার কঠিন উইকেটে আরও ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধে কোহলি সেই ইনিংসটা খেলেছিল।’’

Advertisement

বুধবার সমাজমাধ্যমের পোস্টে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সরাসরি কোহলির নাম করেননি। তবে কোহলির ৪৯তম শতরানের ইনিংসের পর সরাসরি সমালোচনা করেছিলেন তিনি। হাফিজ় টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘‘কোহলির ব্যাটিংয়ে স্বার্থপরতা দেখেছি। এটাই প্রথম নয়। এ বারের বিশ্বকাপে এই নিয়ে তৃতীয় বার এমন ঘটল। ৪৯ ওভারে নিজের শতরান পূর্ণ করার জন্য একটা রান নিল। অথচ দলের স্বার্থকে গুরুত্ব দিল না। চাইলে রোহিত শর্মাও স্বার্থপরের মতো ক্রিকেট খেলতে পারত। কিন্তু ও সেটা করেনি। রোহিত ভারতীয় দলের জন্য খেলছে। নিজের জন্য নয়।’’

স্টোকসের খেলা দেখে স্বার্থপর ব্যাটিং এবং নিঃস্বার্থ ব্যাটিংয়ের পার্থক্য খুঁজে পাওয়া হাফিজ, নাম না করে কোহলিকেই খোঁচা দিয়েছেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। কারণ, বিশ্বকাপে কোহলির ব্যাটিংয়ের একাধিক বার সরাসরি সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের রেকর্ডের কথা ভেবে স্বার্থপরের মতো খেলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement