Mithali Raj

India Cricket: বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এক দিনের ক্রমতালিকায় উন্নতি মিতালি-ঝুলনের

বোলারদের তালিকায় অবশ্য প্রথম দশে একমাত্র ভারতীয় ঝুলন। তাঁর পয়েন্ট ৬৬৩। শীর্ষে ইংল্যান্ডের সোফি একলেস্টোন। তাঁর পয়েন্ট ৭৮৭। দ্বিতীয় স্থানে ৭২৭ পয়েন্ট নিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার শমনম ইসমাইল। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৭:৪৬
Share:

তালিকায় উন্নতি ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফাইল চিত্র।

মহিলাদের বিশ্বকাপের শেষ চারে ওঠার আগেই বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থাকলেও আইসিসি ক্রমতালিকায় উপরে উঠেছেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ ও বোলার ঝুলন গোস্বামী। ব্যাটারদের তালিকায় দু’ধাপ উঠে ষষ্ঠ স্থানে রয়েছেন মিতালি। অন্য দিকে বোলারদের তালিকায় এক ধাপ উঠে পঞ্চম স্থানে ঝুলন।
মিতালির পয়েন্ট ৬৮৬। ব্যাটারদের তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তাঁর পয়েন্ট ৭৪০। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তিনি। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধেও সব থেকে বেশি ৮০ রান করেন এই ডান হাতি ব্যাটার। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার বেথ মুনি ও মেগ ল্যানিং। চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের নাতালি শিভার। পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ব্যাটারদের তালিকায় মিতালি ছাড়া আরও এক ভারতীয় রয়েছেন। দশম স্থানে রয়েছেন দলের ওপেনার স্মৃতি মন্ধানা।

Advertisement

বোলারদের তালিকায় অবশ্য প্রথম দশে একমাত্র ভারতীয় ঝুলন। তাঁর পয়েন্ট ৬৬৩। শীর্ষে ইংল্যান্ডের সোফি একলেস্টোন। তাঁর পয়েন্ট ৭৮৭। দ্বিতীয় স্থানে ৭২৭ পয়েন্ট নিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার শমনম ইসমাইল। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট।

আইসিসি-র অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার এলিস পেরি। তালিকায় রয়েছেন দুই ভারতীয়। সপ্তম স্থানে রয়েছেন দীপ্তি শর্মা ও দশম স্থানে ঝুলন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement