ওয়ার্নারের আউট হওয়ার মুহূর্ত ছবি: টুইটার থেকে।
পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার পরে রিপ্লেতে দেখে যায় বল ওয়ার্নারের ব্যাটেই লাগেনি। তা হলে তিনি কেন ডিআরএস নিলেন না, সে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের জবাব দিলেন অস্ট্রেলিয়াকে ফাইনালে তোলা ম্যাথু ওয়েড।
ম্যাচ শেষে ওয়েডকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আম্পায়ার আউট দিলে অত আলোচনার সময় থাকে না। মনে হয় ওয়ার্নার কোনও শব্দ পেয়েছিল। মনে হয় ওর ব্যাট চালানোর সময় শব্দ হয়েছিল।’’এই বিষয়ে ম্যাক্সওয়েলের প্রসঙ্গ টেনে আনেন অজি উইকেটরক্ষক। তিনি বলেন, ‘‘অন্য প্রান্তে থাকা ম্যাক্সওয়েলও কোনও শব্দ পেয়েছিল। তাই ওয়ার্নারের মনে হয়েছিল বল ওর ব্যাটে লেগেছে। ওই পরিস্থিতিতে সেটা বোঝা খুব কঠিন ছিল।’’
ভবিষ্যতে তাঁরা এই নিয়ে সতর্ক থাকবেন বলে জানান ওয়েড। পর পর তিন ছক্কা মেরে দলকে জেতানো ওয়েড বলেন, ‘‘এই পরিস্থিতিতে অন্য প্রান্তে থাকা ব্যাটারের সাহায্য দরকার। আশা করছি পরের ম্যাচে এই ধরনের কোনও ঘটনা ঘটবে না। আমাদের আরও সতর্ক হতে হবে। দু’টো রিভিউ খুব ভাল করে ব্যবহার করতে হবে।’’
সেমিফাইনালে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার। ৩০ বলে ৪৯ রান করে আউট হন তিনি। তাঁর এই ভুল সিদ্ধান্তের ফলে দল হারতেও পারত। কঠিন পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত দলকে জেতান ওয়েড।