Manoj Tiwary

Manoj Tiwari: দুবাইয়ে ছুটি কাটিয়ে বাংলার অনুশীলনে নেমে পড়লেন মন্ত্রী মনোজ

প্রথম দিন থেকে বাংলার অনুশীলনে ছিলেন না মনোজ তিওয়ারি। দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সোমবার থেকে অনুশীলন শুরু করলেন মনোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৯:৩১
Share:

বাংলার অনুশীলনে মনোজ তিওয়ারি ফাইল চিত্র

নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লর হাত ধরে গত বুধবার থেকে অনুশীলন শুরু করেছেন বাংলার ক্রিকেটাররা। প্রথম দিন থেকে অনুশীলনে ছিলেন না মনোজ তিওয়ারি। দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ছুটি কাটিয়ে সোমবার থেকে বাংলার অনুশীলনে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী।

Advertisement

সোমবার ইডেন গার্ডেন্সে সকাল ৭টায় বাংলার অনুশীলনে যোগ দেন মনোজ। দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেন তিনি। তবে প্রথম দিন শারীরিক কসরত করতে দেখা যায় মনোজকে।

আনন্দবাজার অনলাইনকে মনোজ বললেন, ‘‘প্রথম দিনই ব্যাটিং, বোলিং শুরু করিনি। এখন ফিজিক্যাল ট্রেনিংয়ের (শারীরিক কসরত) উপর জোর দিচ্ছি।’’ বাংলার অনুশীলন দেখে খুশি মনোজ। আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে দল ভাল খেলবে বলেই আশা করছেন তিনি।

Advertisement

বাংলার কোচ নিযুক্ত হওয়ার পরে লক্ষ্মী জানিয়েছিলেন, সেনাবাহিনীর মহড়া শুরু হবে তাঁর প্রশিক্ষণে। সেই মতো ক্রিকেটারদের শক্তি বাড়ানোর প্রচেষ্টা দেখা যাচ্ছে লক্ষ্মীর কোচিংয়ে। ক্রিকেটারদের কাঁধে ট্রাকের টায়ার তুলে দৌড় করাচ্ছেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক। ইডেনের গ্যালারিতেই চলছে এই ফিটনেস ট্রেনিং। গ্যালারির সিঁড়ি দিয়ে কাঁধে টায়ার নিয়ে ওঠা-নামা করানো হচ্ছে অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ আহমেদদের। গত মরসুমে রঞ্জি ট্রফির সেমিফাইনালে হারতে হয়েছে বাংলাকে। এ বার ফল ভাল করতে বদ্ধপরিকর তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement