MI vs RCB match today

আইপিএলে জয়ে ফিরল বেঙ্গালুরু, মুম্বইয়ের বিরুদ্ধে জয় এল কোন পথে?

ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের পয়েন্ট তালিকায় নীচের দিকে থাকা মুম্বইয়ের কাছে সুযোগ এই ম্যাচ জিতে উপরে উঠে আসার। জয়ে ফিরতে চায় বেঙ্গালুরুও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:০২
Share:
বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাস।

বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২৫ key status

ক্রুণালের দারুণ ওভার

১৯ রান দরকার ছিল মুম্বইয়ের। শেষ ওভারে তিন উইকেট নিয়ে একাই খেলা ঘুরিয়ে দিলেন ক্রুণাল। 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:২০ key status

আউট স্যান্টনার, দীপক

পর পর দু’বলে স্যান্টনার এবং দীপক চহরকে তুলে নিলেন ক্রুণাল। ৪ বলে ১৯ চাই মুম্বইয়ের।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:০৯ key status

আউট তিলক

ভুবনেশ্বরের বলে তুলে খেলতে গিয়ে ফিল সল্টের হাতে ক্যাচ দিলেন তিলক। ৫৬ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২৩:০৫ key status

তিলকের অর্ধশতরান

আগের ম্যাচে রিটায়ার্ড আউট হওয়া তিলকই জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মুম্বইকে। অর্ধশতরান করলেন তিনি। সঙ্গে রয়েছেন হার্দিক। মুম্বই ১৮১-৪।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:৫০ key status

মুম্বই ১৫ ওভারে ১৫৭-৪

নেমেই চালাতে শুরু করেছেন হার্দিক। ১৩তম ওভারে হেজ়লউডকে দুটি ছয় এবং দুটি চার মারলেন। ১৪তম ওভারে দাদা ক্রুণালকেও দুটি ছয় মারলেন। আস্কিং রেট বেড়ে যাচ্ছে মুম্বইয়ের।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:৩৫ key status

আউট সূর্যকুমার

দয়ালের দ্বিতীয় বলেই সূর্যের শট আকাশে উঠে গিয়েছিল। তিনি ক্যাচ ধরেও ফেলেছিলেন। তবে উল্টো দিক থেকে আসা জিতেশের সঙ্গে সঙ্ঘর্ষ হয় এবং ক্যাচ পড়ে যায়। চতুর্থ বলে দয়ালকে ছয় মারলেও ষষ্ঠ বলেই আউট সূর্যকুমার। এ বার তাঁর ক্যাচ ধরলেন লিভিংস্টোন।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:২১ key status

আউট জ্যাকস

রানের গতি কমে গিয়েছিল জ্যাকসের। তুলে মারতে গিয়েছিলেন ক্রুণালকে। ক্যাচ দিলেন কোহলির হাতে।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:১২ key status

মুম্বই ৮ ওভারে ৭৩-২

ক্রুণালকে এক ওভারে তিনটি চার মারলেন জ্যাকস। তার আগে ওভারে সুযশের বলে সূর্যের ক্যাচের আবেদন করেছিল আরসিবি। যদিও রিভিউয়ে তা খারিজ হয়ে যায়।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২২:০০ key status

মুম্বই ৬ ওভারে ৫৪-২

পাওয়ার প্লে-তে প্রয়োজনীয় রান তুলতে পারল না মুম্বই। ১০ বলে মাত্র ৬ রান করেছেন সূর্য। 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:৪৮ key status

আউট রিকেলটন

হেজ়লউডের বল লেগেছিল রিকেলটনের প্যাডে। আম্পায়ার আউট না দিলেও আরসিবি রিভিউ নেয়। তা সফল। ১৭ রানে ফিরলেন রিকেলটন।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:৪২ key status

আউট রোহিত

প্রথম ওভারে ভুবনেশ্বরকে ছয় মেরেছিলেন। দ্বিতীয় ওভারে দয়ালকে দুটি চার মেরেই আউট রোহিত। ফর্ম ফিরল না এই ম্যাচেও। ফিরলেন ১৭ রানে।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:১৭ key status

বড় রান বেঙ্গালুরুর

শেষ বলে আর একটু হলেই উইকেট নিয়েছিলেন বেঙ্গালুরু। তবে রিভিউ নিয়ে বেঁচে গেলেন জিতেশ শর্মা। মুম্বইয়ের বিরুদ্ধে লড়াকু স্কোর বেঙ্গালুরুর।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:০৯ key status

পাটীদার আউট

বোল্টের পর পাটীদারের ব্যাটের কানায় লেগে উঠে গিয়েছিল। ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন রিকেলটন। ৬৪ রানে ফিরলেন পাটীদার।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:০৬ key status

আরসিবি ১৮ ওভারে ১৯৮-৪

১৭তম ওভারে হার্দিক দিলেন ২৩ রান। তাঁকে দু’টি ছয় এবং একটি চার মারেন পাটীদার। আরও একটি চার মারেন জিতেশ। পরের ওভারে বুমরাহ দিলেন পাঁচ রান।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:৫৩ key status

আরসিবি ১৬ ওভারে ১৬৯-৪

বোল্টের শেষ ওভারে এল ১৬ রান। অর্ধশতরানের দিকে এগোচ্ছেন পাটীদার। 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:৪৭ key status

আউট লিভিংস্টোন

হার্দিকের একই ওভারে আউট লিভিংস্টোন। শূন্য রান করলেন তিনি।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:৪০ key status

কোহলি আউট

হার্দিকের বলে তুলে মারতে গিয়েছিলেন কোহলি। বাউন্ডারির ধারে ধরা পড়লেন নমন ধীরের হাতে। ৬৭ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:৩২ key status

আরসিবি ১৩ ওভারে ১১৩-২

হার্দিকের ১৩তম ওভারে এল ১১ রান। দুটি চার মারলেও এক বার নিজের শটেই হেলমেটে আঘাত খেলেন পাটীদার। কোহলি ৬০ এবং পাটীদার ১৯ রানে ক্রিজে।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:২৩ key status

আরসিবি ১০ ওভারে ১০০-২

কোহলি ৫৩ এবং পাটীদার ৪ রানে ক্রিজে।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২০:১৪ key status

আউট পাড়িক্কল

পুতুরের বলে জ্যাকসের হাতে ক্যাচ দিলেন পাড়িক্কল। ভাঙল ৯১ রানের জুটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement