কেকেআরকে লড়াইয়ে ফেরালেন নারাইন। ছবি: বিসিসিআই।
দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে তিন ম্যাচ পর জয় পেলেন রাহানেরা। গত বারের চ্যাম্পিয়নেরা প্লে-অফের আশা জিইয়ে রাখলেন। অন্য দিকে, পর পর দু’ম্যাচ হারল দিল্লি।
সপ্তম উইকেট হারাল দিল্লি। বরুণের বলে আউট আশুতোষ (৭)। দিল্লি ১৬০/৭।
নারাইনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ডুপ্লেসি (৬২)। পিচে থিতু হয়ে যাওয়া সহ-অধিনায়ককে হারিয়ে চাপে দিল্লি। অক্ষরেরা ১৫.২ ওভারে ১৪৬/৬। নারাইনের ৩ উইকেট।
নারাইনের বলে বোল্ড স্টাবস (১)। এক ওভারে দু’টি উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচে ফেরালেন নারাইন। দিল্লি ১৪ ওভারে ১৩৮/৫।
নারাইনের বলে হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (৪৩)। এ বারের আইপিএলে এটাই দিল্লি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। দিল্লি ১৩৬/৪।
ব্যাট করছেন ডুপ্লেসি (৫৭) এবং অক্ষর (৩১)। আঙুলে চোট নিয়েও লড়াই করছেন দিল্লি অধিনায়ক। অক্ষর বজায় রাখছেন রান তোলার গতিও।
চাপ সামলে লড়াই করছেন দিল্লির ডুপ্লেসি (৪৯) এবং অক্ষর (১৭)।
এক থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন নারাইন। ভুল বোঝাবুঝিতে রান আউট রাহুল (৭)। ৬০ রানে তৃতীয় উইকেট হারিয়ে কলকাতার বিরুদ্ধে চাপে দিল্লি।
ব্যাট করছেন ডুপ্লেসি (২৯) এবং রাহুল (৬)। পাওয়ার প্লে শেষ। কেকেআর বোলারেরা ভাল বল করছেন। তার মধ্যেও দ্রুত রান তোলার চেষ্টা দিল্লির ব্যাটারদের।
বৈভবের বলে এলবিডব্লিউ নায়ার (১৫)। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে দিল্লি। ক্রিজ়ে এলেন রাহুল।
শুরুর ধাক্কা সামলে দ্রুত রান তোলার চেষ্টা করছে দিল্লি। ব্যাট করছেন ডুপ্লেসি (২৩) এবং নায়ার (১১)। হর্ষিত প্রথম ওভারে দিলেন ১৪ রান।
অভিষেক (৪) আউট হলেন অনুকূলের বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে। ২০৫ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল দিল্লি।