IPL 2025

তিন ম্যাচ পর জয় কেকেআরের, আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন রাহানেরা

আইপিএলে চাপে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের কাছে হারলে গত বারের চ্যাম্পিয়নদের প্লে-অফের রাস্তা আরও কঠিন হবে। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ম্যাচের ফলাফলের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:০১
Share:
কেকেআরকে লড়াইয়ে ফেরালেন নারাইন।

কেকেআরকে লড়াইয়ে ফেরালেন নারাইন। ছবি: বিসিসিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:২৪ key status

৯ উইকেটে ১৯০ রানে শেষ দিল্লির ইনিংস

দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে তিন ম্যাচ পর জয় পেলেন রাহানেরা। গত বারের চ্যাম্পিয়নেরা প্লে-অফের আশা জিইয়ে রাখলেন। অন্য দিকে, পর পর দু’ম্যাচ হারল দিল্লি।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:২১ key status

আউট বিপরাজ

বিপরাজকে (৩৮) আউট করলেন রাসেল। দিল্লি ১৮৯/৯।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১২ key status

১৮ ওভারে দিল্লি ১৬৭/৮

ব্যাট করছেন বিপরাজ (১৮) এবং চামিরা (১)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১১ key status

আউট স্টার্ক

স্টার্ককে (শূন্য) আউট করলেন বরুণ। দিল্লি ১৬০/৮।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:০৯ key status

জয়ের পথে কেকেআর

সপ্তম উইকেট হারাল দিল্লি। বরুণের বলে আউট আশুতোষ (৭)। দিল্লি ১৬০/৭।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:০০ key status

১৬ ওভারে দিল্লি ১৪৮/৬

ব্যাট করছেন বিপরাজ (৬) এবং আশুতোষ (১)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৫৭ key status

আউট ডুপ্লেসি

নারাইনের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ডুপ্লেসি (৬২)। পিচে থিতু হয়ে যাওয়া সহ-অধিনায়ককে হারিয়ে চাপে দিল্লি। অক্ষরেরা ১৫.২ ওভারে ১৪৬/৬। নারাইনের ৩ উইকেট।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৯ key status

আউট স্টাবস

নারাইনের বলে বোল্ড স্টাবস (১)। এক ওভারে দু’টি উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচে ফেরালেন নারাইন। দিল্লি ১৪ ওভারে ১৩৮/৫।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪৭ key status

আউট অক্ষর

নারাইনের বলে হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে আউট অক্ষর (৪৩)। এ বারের আইপিএলে এটাই দিল্লি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। দিল্লি ১৩৬/৪।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৪২ key status

১২ ওভারে দিল্লি ১২১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৫৭) এবং অক্ষর (৩১)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:৩৯ key status

১২ ওভারে দিল্লি ১২১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৫৭) এবং অক্ষর (৩১)। আঙুলে চোট নিয়েও লড়াই করছেন দিল্লি অধিনায়ক। অক্ষর বজায় রাখছেন রান তোলার গতিও।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:২৬ key status

১০ ওভারে দিল্লি ৯৭/৩

চাপ সামলে লড়াই করছেন দিল্লির ডুপ্লেসি (৪৯) এবং অক্ষর (১৭)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:১৬ key status

৮ ওভারে দিল্লি ৭১/৩

ব্যাট করছেন ডুপ্লেসি (৩২) এবং অক্ষর (৮)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:১২ key status

আউট রাহুল

এক থ্রোয়ে উইকেট ভেঙে দিলেন নারাইন। ভুল বোঝাবুঝিতে রান আউট রাহুল (৭)। ৬০ রানে তৃতীয় উইকেট হারিয়ে কলকাতার বিরুদ্ধে চাপে দিল্লি। 

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:০৮ key status

৬ ওভারে দিল্লি ৫৮/২

ব্যাট করছেন ডুপ্লেসি (২৯) এবং রাহুল (৬)। পাওয়ার প্লে শেষ। কেকেআর বোলারেরা ভাল বল করছেন। তার মধ্যেও দ্রুত রান তোলার চেষ্টা দিল্লির ব্যাটারদের। 

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২২:০১ key status

আউট নায়ার

বৈভবের বলে এলবিডব্লিউ নায়ার (১৫)। ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে দিল্লি। ক্রিজ়ে এলেন রাহুল।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৫৬ key status

৪ ওভারে দিল্লি ৩৯/১

শুরুর ধাক্কা সামলে দ্রুত রান তোলার চেষ্টা করছে দিল্লি। ব্যাট করছেন ডুপ্লেসি (২৩) এবং নায়ার (১১)। হর্ষিত প্রথম ওভারে দিলেন ১৪ রান।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৪৭ key status

২ ওভারে দিল্লি ১৭/১

ব্যাট করছেন ডুপ্লেসি (৮) এবং নায়ার (৪)।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৪৩ key status

আউট অভিষেক

অভিষেক (৪) আউট হলেন অনুকূলের বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে। ২০৫ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল দিল্লি।

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:২৪ key status

২০ ওভারে কেকেআর ২০৪/৯

স্টার্কের শেষ ওভারে টানা তিন বলে ৩ উইকেট হারাল কলকাতা। প্রত্যাশার থেকে ৮-১০ রান কম তুললেন রাহানেরা। খেলতে পারলেন না রাসেল এবং পাওয়েল। জয়ের জন্য দিল্লির চাই ২০৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement