ঈশান কিশন। —ফাইল চিত্র।
প্রথম এক দিনের ম্যাচে পাঁচ উইকেট জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজ়কে ১১৪ রানে অলআউট করে দেন রবীন্দ্র জাডেজারা। যদিও সহজ লক্ষ্য পার করতেও পাঁচ উইকেট হারাল ভারত।
অর্ধশতরান করে আউট ঈশান কিশন। অল্প রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চার উইকেট হারাল ভারত। ৫২ রান করে আউট ঈশান।
দুর্ভাগ্য হার্দিকের। ঈশানের মারা বল বোলারের হাতে লেগে উইকেট ভাঙল। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন হার্দিক। ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাট হাওয়ায় ছিল। রান আউট হলেন হার্দিক। মাত্র পাঁচ রান করে আউট তিনি।
রিভার্স সুইপ করতে গিয়ে আউট সূর্যকুমার। আগের বলটিও একই ভাবে খেলতে গিয়েছিলেন। সে বার আউট হওয়ার সম্ভাবনা ছিল। আম্পায়ার আউট দেননি। পরের বলটি একই ভাবে খেলতে গিয়ে আউট হলেন সূর্যকুমার।
স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমন গিল। মাত্র সাত রান করে আউট হলেন ভারতীয় ওপেনার।
রোহিত নন, শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামলেন ঈশান কিশন। অল্প রানের লক্ষ্য থাকায় তরুণদের দেখে নিতে চাইছে ভারত।
৫০ ওভারের ম্যাচে মাত্র ১১৫ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামবেন রোহিতেরা। ভারতীয় ব্যাটারদের লক্ষ্য থাকবে দ্রুত সেই রান তুলে ফেলা।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাত্র তিন ওভার বল করে চার উইকেট তুলে নিলেন কুলদীপ। ক্যারিবিয়ান ব্যাটিং শেষ ১১৪ রানে।
একের পর এক উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ়। কুলদীপ দ্বিতীয় উইকেট পেলেন।
সপ্তম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। কুলদীপের বলে এলবিডব্লিউ ড্রেকস। কোনও ক্যারিবিয়ান ব্যাটারই ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।
স্লিপে এক হাতে ক্যাচ নিলেন বিরাট। জাডেজা তিন উইকেট তুলে নিলেন। ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
জুটি ভাঙলেন জাডেজা। মাত্র ১১ রান করে আউট হেটমেয়ার। তাঁকে এ বারের ওয়েস্ট ইন্ডিজ় দলে ফেরানো হয়েছিল। কিন্তু রান করতে পারলেন না আইপিএলে ভাল খেলা হেটমেয়ার। ৮৮ রানে চার উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়।
৮৭ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ়। তিনটি উইকেট হারিয়েছে তারা।
তিন উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ব্যাট করছেন শিমরন হেটমেয়ার এবং সাই হোপ। ৫২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ়। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক, মুকেশ এবং শার্দূল।
এ বার উইকেট পেলেন শার্দূল ঠাকুর। তাঁর বলে বোল্ড ব্র্যান্ডন কিং। ১৭ রানে আউট হলেন তিনি।
মুকেশের বলে আউট হলেন অ্যাথানেজ। ওয়েস্ট ইন্ডিজ়ের রানের গতি বাড়ছিল তাঁর ব্যাটে ভর করেই। সেই তরুণ ব্যাটারকে ফেরালেন মুকেশ।
ওয়েস্ট ইন্ডিজ় প্রথম পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে তুলল ১৯ রান। তিন নম্বরে নামা অ্যালিক অ্যাথানেজ একটি ছক্কা এবং একটি চার মেরেছেন। পঞ্চম ওভারে ১০ রান না নিলে আরও কম রানে আটকে থাকত ওয়েস্ট ইন্ডিজ়।
প্রথম উইকেট নিলেন হার্দিক। ক্যারিবিয়ান ওপেনার কাইল মেয়ার্সকে আউট করলেন তিনি। মিড উইকেটে দাঁড়ানো রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মেয়ার্স।
হার্দিকের উল্টো দিকে বল করছেন মুকেশ। তাঁরাই নতুন বলে ভারতের আক্রমণ শুরু করলেন। প্রথম ওভার মেডেন দিলেন মুকেশ।