ভারতকে লড়াইয়ে ফেরালেন বুমরা। ফাইল ছবি।
ইংল্যান্ড ৩ উইকেটে ২৬০ রান। রুট ৭৬ রানে এবং বেয়ারস্টো ৭৩ রানে অপরাজিত রয়েছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা করেছেন ১৫১ রান। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১১৮ রান। ভারতের দরকার ৭ উইকেট।
ইংল্যান্ড ৩ উইকেটে ২৩৬। বেয়ারস্টো ৫৫ এবং রুট ৭১ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দরকার আরও ১৪২ রান।
বেয়ারস্টো ৪৩ রানে এবং রুট ৬০ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দরকার আরও ১৬৫ রান।
ইংল্যান্ড ৩ উইকেটে ১৯৮ রান। বেয়ারস্টো ৩৮ রানে এবং রুট ৫০ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের দরকার আরও ১৮০ রান।
রুট ৩০ এবং বেয়ারস্টো ১৮ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের প্রয়োজন আরও ২২০ রান।
ইংল্যান্ড উইকেট না হারিয়ে ৯০। লিসের সঙ্গে আছেন ক্রলি (৩৬)। ইংল্যান্ডের দরকার আরও ২৮৮ রান।
লিস (২২) এবং ক্রলি (১৮) ব্যাটিং করছেন। ইংল্যান্ডের দরকার আরও ৩৩৭ রান।
৭ রানে আউট বুমরা। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৮ রানের লক্ষ্য রাখল ভারত। সিরাজ অপরাজিত থাকলেন ২ রানে।
২৩ রান করে আউট জাডেজা। ভারত ৯ উইকেটে ২৩৬। ইংল্যান্ডের থেকে এগিয়ে ৩৬৮ রানে।
চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি। ভারত এগিয়ে ৩৬১ রানে। জাডেজা ১৭ এবং শামি ১৩ রানে অপরাজিত রয়েছেন।
জাডেজা ১২ এবং শামি ৮ রান করে ব্যাট করছেন। ভারতের ৭ উইকেটে রান ২১৮।
৪ রানে আউট শার্দুল। ভারত ৭ উইকেটে ২০৭। ইংল্যান্ডের থেকে এগিয়ে ৩৩৯ রানে।
৫৭ রান করে আউট পন্থ। ভারত ৬ উইকেটে ১৯৮। ইংল্যান্ডের থেকে এগিয়ে ৩৩০ রানে।
১৯ রান করে আউট হলেন শ্রেয়স। ভারত ৫ উইকেটে ১৯০। ইংল্যান্ডের থেকে এগিয়ে ৩২২ রানে।