সরাসরি
Bangladesh tour of India 2024

জাডেজা, অশ্বিন, বুমরার বোলিংয়ে দু’দিনে টেস্ট জয়ের পথে ভারত! লক্ষ্য ৯৫ রান

চেন্নাই টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। কানপুরে ড্র হলেও সিরিজ় জিততে সমস্যা হত না। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে কানপুরেও জিততে মরিয়া ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৯:১৭
Share:

কানপুরে দাপট ভারতীয় বোলারদের। —ফাইল চিত্র।

সংক্ষেপে
বৃষ্টির কারণে কানপুর টেস্টে আড়াই দিন খেলা হয়নি।
প্রথম দিনে ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনে এক বলও খেলা হয়নি।
চতুর্থ দিনে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে দিয়ে ব্যাট করতে নামে ভারত।
৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১২:২১ key status

বাংলাদেশ শেষ ১৪৬ রানে

শেষ বাংলাদেশের ইনিংস। ১৪৬ রানে অলআউট বাংলাদেশ। কানপুর টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটি বলও খেলা হয়নি। তাতেও ম্যাচ জয়ের পথে ভারত।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১১:৪৮ key status

বুমরার দ্বিতীয় উইকেট

আরও একটি উইকেট নিলেন বুমরা। আউট তাইজুল ইসলাম। নবম উইকেট হারাল বাংলাদেশ।

Advertisement
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১১:২৯ key status

উইকেট বুমরার

অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। মেহিদির উইকেট নিলেন বুমরা। শেষ ইনিংসে খুব বেশি রান তাড়া করতে না-ও হতে পারে ভারতকে।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১১:০৮ key status

তৃতীয় উইকেট জাডেজার

তৃতীয় ওভারে তৃতীয় উইকেট। জাডেজা বল হাতে নিতেই ম্যাচে দাপট দেখাতে শুরু করল ভারত। পর পর উইকেট হারাচ্ছে বাংলাদেশ। সাত উইকেট হারিয়ে বেশ চাপে তারা। আউট শাকিব আল হাসান। শূন্য রানে আউট হলেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১১:০০ key status

আরও একটি উইকেট জাডেজার

দ্বিতীয় উইকেট তুলে নিলেন জাডেজা। লিটন দাসের গ্লাভস ছুঁয়ে বল চলে গেল পন্থের হাতে। ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে ভারত।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১০:৫৬ key status

আউট শাদমান

অর্ধশতরান করেই আউট শাদমান। তাঁর উইকেট নিলেন আকাশ দীপ। বাংলার পেসারের বলে ক্যাচ দিলেন গালিতে দাঁড়ানো যশস্বী জয়সওয়ালের হাতে। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হলেন শাদমান। বাংলাদেশ ৯৩/৫।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১০:৪৯ key status

অর্ধশতরান শাদমানের

বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম অর্ধশতরান করলেন। উল্টো দিক থেকে একের পর এক ব্যাট আউট হলেও লড়াই করে যাচ্ছেন তিনি। ভারতীয় বোলিং আক্রমণকে সামলে অর্ধশতরান শাদমানের।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১০:৪৭ key status

আউট শান্ত

জাডেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড বাংলাদেশের অধিনায়ক। শান্ত এবং শাদমান মিলে ইনিংস গড়ছিলেন। সেই জুটি ভেঙে দিলেন জাডেজা। চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১০:৩৯ key status

ম্যাচ বাঁচানোর লক্ষ্যে বাংলাদেশ

মমিনুল আউট হলেও শাদমান এবং শান্ত মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন। ভারত ৫২ রানে লিড নিয়েছিল। সেই রান টপকে গিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই ৩৭ রানে লিড নিয়েছেন শান্তরা। 

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৯:৪৬ key status

উইকেট নিলেন অশ্বিন

তৃতীয় উইকেট তুলে নিলেন অশ্বিন। মমিনুল সুইপ করতে ভালবাসেন। সেটাই কাজে লাগালেন রোহিতেরা। ব্যাক স্লিপ রেখেছিল ভারত। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ব্যাক স্লিপে থাকা রাহুলের হাতে ক্যাচ তুলে দিলেন মমিনুল।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৯:৩৯ key status

পঞ্চম দিনের খেলা শুরু

মমিনুল এবং শাদমান ব্যাট করছেন। ভারতের হয়ে বোলিং শুরু করেন অশ্বিন। দ্বিতীয় ওভার বুমরার। তাঁরা দু’জনেই ৫ রান করে দিয়েছেন।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৯:১৬ key status

চতুর্থ দিনের শেষে

প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ভারত। ব্যাট করতে নেমে দ্রুত রান তোলেন রোহিত শর্মারা। ৫২ রানে লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement