ব্যাট হাতে যশস্বী জয়সওয়ালের দাপট। —ফাইল চিত্র।
কানপুরে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে বাংলাদেশকে হারাল ভারত।
দুই ইনিংসেই অর্ধশতরান করলেন যশস্বী। ব্যাট হাতে তরুণ ওপেনার ভারতের অন্যতম ভরসা।
রোহিতের পর আউট শুভমনও। মেহেদি হাসান মিরাজ নিলেন ২ উইকেট। এলবিডব্লিউ হলেন শুভমন। রানের লক্ষ্য কম থাকায় পর পর উইকেট হারালেও তেমন চাপ নেই ভারতের মাথায়।
লক্ষ্য মাত্র ৯৫ রান। সেই রান করতে নেমে আউট রোহিত শর্মা। ছক্কা মারতে গিয়ে আউট হলেন তিনি।
শেষ বাংলাদেশের ইনিংস। ১৪৬ রানে অলআউট বাংলাদেশ। কানপুর টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটি বলও খেলা হয়নি। তাতেও ম্যাচ জয়ের পথে ভারত।
আরও একটি উইকেট নিলেন বুমরা। আউট তাইজুল ইসলাম। নবম উইকেট হারাল বাংলাদেশ।
অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। মেহিদির উইকেট নিলেন বুমরা। শেষ ইনিংসে খুব বেশি রান তাড়া করতে না-ও হতে পারে ভারতকে।
তৃতীয় ওভারে তৃতীয় উইকেট। জাডেজা বল হাতে নিতেই ম্যাচে দাপট দেখাতে শুরু করল ভারত। পর পর উইকেট হারাচ্ছে বাংলাদেশ। সাত উইকেট হারিয়ে বেশ চাপে তারা। আউট শাকিব আল হাসান। শূন্য রানে আউট হলেন তিনি।
দ্বিতীয় উইকেট তুলে নিলেন জাডেজা। লিটন দাসের গ্লাভস ছুঁয়ে বল চলে গেল পন্থের হাতে। ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে ভারত।
অর্ধশতরান করেই আউট শাদমান। তাঁর উইকেট নিলেন আকাশ দীপ। বাংলার পেসারের বলে ক্যাচ দিলেন গালিতে দাঁড়ানো যশস্বী জয়সওয়ালের হাতে। অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হলেন শাদমান। বাংলাদেশ ৯৩/৫।
বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম অর্ধশতরান করলেন। উল্টো দিক থেকে একের পর এক ব্যাট আউট হলেও লড়াই করে যাচ্ছেন তিনি। ভারতীয় বোলিং আক্রমণকে সামলে অর্ধশতরান শাদমানের।
জাডেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড বাংলাদেশের অধিনায়ক। শান্ত এবং শাদমান মিলে ইনিংস গড়ছিলেন। সেই জুটি ভেঙে দিলেন জাডেজা। চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ।
মমিনুল আউট হলেও শাদমান এবং শান্ত মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন। ভারত ৫২ রানে লিড নিয়েছিল। সেই রান টপকে গিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই ৩৭ রানে লিড নিয়েছেন শান্তরা।
তৃতীয় উইকেট তুলে নিলেন অশ্বিন। মমিনুল সুইপ করতে ভালবাসেন। সেটাই কাজে লাগালেন রোহিতেরা। ব্যাক স্লিপ রেখেছিল ভারত। অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে ব্যাক স্লিপে থাকা রাহুলের হাতে ক্যাচ তুলে দিলেন মমিনুল।
মমিনুল এবং শাদমান ব্যাট করছেন। ভারতের হয়ে বোলিং শুরু করেন অশ্বিন। দ্বিতীয় ওভার বুমরার। তাঁরা দু’জনেই ৫ রান করে দিয়েছেন।