IPL 2025

নাইটদের প্রস্তুতি শুরু বুধবার, চোটে অনিশ্চিত উমরান

নাইটদের পেস বিভাগে উমরানের জায়গা হবে কি না রয়েছে প্রশ্ন। হর্ষিত রানা, বৈভব অরোরা, স্পেনসার জনসন, নখিয়ার মতো তারকা পেসাররা রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ০৮:৫৮
Share:
আগমন: নাইটদের টিম হোটেলে ঢুকছেন অধিনায়ক রাহানে।

আগমন: নাইটদের টিম হোটেলে ঢুকছেন অধিনায়ক রাহানে।  ছবি: কেকেআর।

‘ইতিহাস, ঐতিহ্য, দাপট’। আসন্ন মরসুমে এটাই মন্ত্র কলকাতা নাইট রাইডার্সের।

Advertisement

বুধবার থেকেই অনুশীলনে নেমে পড়ছে গত বারের চ্যাম্পিয়নরা। সোমবার কলকাতায় পৌঁছে যান রমনদীপ সিংহ। মঙ্গলবার এলেন কুইন্টন ডি’কক, অনরিখ নখিয়া, অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, লভনীত সিসোদিয়া-রা। বুধবার সকালে শহরে পৌঁছে যাচ্ছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, মেন্টর ডোয়েন ব্র্যাভো ও সহকারী কোচ ওটিস গিবসন।

নাইট শিবিরে এখনও যোগ দিতে পারেননি উমরান মালিক। কোমরের চোটের জন্য তিনি আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। রিহ্যাব চলছে তরুণ পেসারের। এনসিএ সূত্রে খবর, ১৫ দিন আগে শেষ বার তাঁর কোমরের স্ক্যান হয়। রিপোর্ট খারাপ নয়। কিন্তু এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেওয়ার ছাড়পত্র পাননি।

Advertisement

এনসিএ-র এক প্রতিনিধি বলেন, ‘‘উমরান উন্নতি করছে। আগের চেয়ে এখন অনেকটাই ফিট। ১৫ দিন আগে ওর স্ক্যান হয়েছে। রিপোর্ট ভালই। কিন্তু এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।’’ যোগ করেন, ‘‘আইপিএলের শুরুর দিকে কয়েকটি ম্যাচ বিশ্রাম
নিতে হতেও পারে। তবে ও যে গতিতে উন্নতি করছে, তাতে শুরু থেকেও শিবিরে যোগ দিতে পারে। সবটাই নির্ভর করছে ওর ওয়েট
ট্রেনিংয়ের উপরে।’’

নাইটদের পেস বিভাগে উমরানের জায়গা হবে কি না রয়েছে প্রশ্ন। হর্ষিত রানা, বৈভব অরোরা, স্পেনসার জনসন, নখিয়ার মতো তারকা পেসাররা রয়েছেন। তাঁদের পেছনে ফেলে উমরান প্রথম একাদশে জায়গা কি করতে পারবেন?

সেই উত্তর যদিও মরসুম গড়ালেই পাওয়া যাবে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যদিও খুশি নাইট শিবিরে যোগ দিয়ে। কেকেআর-এর ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘‘কাল থেকে অনুশীলন শুরু হচ্ছে নাইটদের। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে কয়েক জনকে আমরা আপাতত পাব না। কারণ, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে।’’ যোগ করেন, ‘‘ঘরের মাঠে ফিরে এসে অসাধারণ লাগছে। আমাদের দলের সমর্থকদের সব সময় পাশে পাব। সব মিলিয়ে খুব আনন্দে কাটাব।’’

নাইট কোচ জানিয়েছেন, শেষ মরসুমের ছন্দ বজায় রাখবে দল। তাঁর কথায়, ‘‘গত মরসুমে আমরা খুব ভাল খেলেছি। আশা করব, এ বারও সেই ছন্দ বজায় রাখার। ট্রফি জেতার বাড়তি খিদে প্রত্যেকের মধ্যেই আছে।’’

আইপিএল মরসুম শুরু হওয়ার আগে কেকেআরের ট্রফি সফর চলছে সারা শহর জুড়ে। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার অফিসে নিয়ে আসা হয় নাইটদের তৃতীয় আইপিএল ট্রফি। হলুদ ট্যাক্সি চড়ে আসে এ বারের ট্রফি। সংস্থার কর্মীরা ট্রফির সঙ্গে ছবি তোলেন। উৎসাহ ছিল চোখে
পড়ার মতো।

গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের উদ্যোগে এ বার আইপিএলের ‘ট্রফি ট্যুর’ হচ্ছে ভারতের পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ‘ট্রফি ট্যুর’। ভুবনেশ্বরে থেকে শুরু হয়েছিল। এর পর জামশেদপুর, রাঁচী, গ্যাংটক, পাটনায় যায় ট্রফিটি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং দুর্গাপুরের পর কলকাতায় এল ট্রফি। এই শহরে ট্রফি পরিক্রমা শুরু হল আনন্দবাজার দফতর দিয়ে। এর পর যাবে সিটি সেন্টার ১ এবং সাউথ সিটি মলে।

এ বারের প্রতিযোগিতা শুরু হচ্ছে ২২ মার্চ। যে হেতু কেকেআর গত বারের চ্যাম্পিয়ন, তাই তাদের ম্যাচ দিয়েই প্রতিযোগিতা শুরু হচ্ছে। ইডেনেই হবে আইপিএলের উদ্বোধন। প্রথম ম্যাচে নাইটদের সামনে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন দলের শহরেই হবে ফাইনাল।

কিন্তু কেকেআর-লখনউ সুপার জায়ান্ট ম্যাচ নিয়ে সমস্যা মেটেনি। সিএবির কেউ কেউ মনে করছে ইডেন থেকে ম্যাচটি সরবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement