Rinku Singh

দক্ষিণ আফ্রিকায় নতুন অবতারে রিঙ্কু, কী করলেন কেকেআরের ব্যাটার?

ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও রিঙ্কু ভোলেননি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িকে। কেকেআরের হয়ে খেলেই তাঁর ভারতীয় ক্রিকেটে উত্থান। দক্ষিণ আফ্রিকা সফর উপভোগ করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৯
Share:
picture of Rinku Singh

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। টানা ম্যাচ থাকায় ক্রিকেটারদের অনুশীলনে বেশি চাপ দিচ্ছেন না কোচ রাহুল দ্রাবিড়। ফলে ক্রিকেটারদের হাতে থাকছে যথেষ্ট অবসর সময়। সেই অবসরে রিঙ্কু সিংহকে দেখা গেল নতুন অবতারে।

Advertisement

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক সিরিজ় খেলতে যাওয়া রিঙ্কুকে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে তাঁর আইপিএলের জার্সিতে। এখানেই শেষ নয় চমক। কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে ‘অ্যানিমাল’ সিনেমার একটি গানের তালে কোমর দোলালেন রিঙ্কু। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকায় রিঙ্কু দেখা দিলেন নৃত্য শিল্পীর অবতারে। তাঁর নাচের রিলের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

গত বছর আইপিএল থেকেই ক্রিকেট মহলের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন রিঙ্কু। আইপিএলের পর ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চেও নিয়মিত রান পাচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন ফিনিশার বলা হচ্ছে তাঁকে। চাপের মুখেও ঠান্ডা মাথায় ব্যাট করতে পারেন। নিতে পারেন বড় শট। তাই রান তাড়া করার ক্ষেত্রে হোক বা প্রতিপক্ষকে বড় রানের লক্ষ্য দেওয়া হোক, সূর্যকুমার যাদবেরা তাকিয়ে থাকেন রিঙ্কুর দিকে।

Advertisement

২০২৪ সালের আইপিএল নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে নিলাম। তার মধ্যে কেকেআরের জার্সি গায়ে রিঙ্কুর নাচ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement