IPL 2025

রামনবমীতে ইডেনে কলকাতা-লখনউ ম্যাচ অনিশ্চিত, চিঠি দিয়ে সূচি বদলের অনুরোধ পুলিশের

আইপিএলের সূচি অনুযায়ী আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের। সে দিন রামনবমী থাকায় আপত্তি জানিয়েছে কলকাতা পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ২০:২০
Share:
Picture of Eden Gardens

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

কলকাতায় আইপিএলের একটি ম্যাচ ঘিরে তৈরি হল জটিলতা। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের। সিএবিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

Advertisement

৬ এপ্রিল রামনবমী। শহরের নানা জায়গায় রয়েছে বেশ কিছু অরাজনৈতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান। রামনবমীর নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক বুধবার বলেছেন, রামনবমীর দিন ইডেনে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা কঠিন। তাই ওই ম্যাচের অনুমতি দেওয়া সম্ভব নয়। সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা।

কলকাতা পুলিশের বক্তব্য প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘পুলিশ পরিষ্কার জানিয়েছে ৬ এপ্রিলের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে ৬৫ হাজার দর্শক নিয়ে ম্যাচ আয়োজন অসম্ভব। আমরা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছি। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’

Advertisement

উল্লেখ্য, গত বছরও রামনবমীর দিন আইপিএলের ম্যাচ ছিল কলকাতায়। পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement