শাহরুখ খান (বাঁ দিকে) এবং গৌতম গম্ভীর। — ফাইল চিত্র।
আইপিএল শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি। তার আগে গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন দলের মালিক শাহরুখ খান। এক সাক্ষাৎকারে কেকেআর দলে গম্ভীরের অবদানের উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, গম্ভীর কখনওই কেকেআর ছেড়ে যাননি।
গত বছর পরামর্শদাতা গম্ভীরের বুদ্ধিতে ট্রফি জিতেছিল কেকেআর। সেই দল ছেড়ে এখন তিনি ভারতের কোচ। তবে শাহরুখ প্রথম বার কথা বলেছেন গম্ভীরের দলত্যাগ নিয়ে। অধিনায়ক হিসাবে দু’বার ট্রফি জেতানোর পর ২০১৭ সালে কেকেআর ছেড়ে দিল্লিতে যোগ দেন গম্ভীর। তবে শাহরুখের কথায়, গম্ভীর কখনওই কেকেআর ছাড়েননি। বরাবর দলের জন্যই ছিলেন।
সম্প্রচারকারী চ্যানেলের এক অনুষ্ঠানে শাহরুখ বলেছেন, “কখনও ভাবিনি গৌতম গম্ভীর আমাদের দল ছেড়ে চলে গিয়েছে। বহু বছর ধরে গম্ভীরের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। কিছু ক্রিকেটার রয়েছে যাদের সঙ্গে বন্ধুত্ব সারাজীবন ভাল থাকে। গম্ভীর তাদের মধ্যেই একজন। তাই ওর দলে যোগ দেওয়া খুব বড় প্রত্যাবর্তন ছিল।”
গম্ভীরের ছেড়ে যাওয়া নিয়ে কথা বলেছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পাও। বলেছেন, “গৌতম চলে যাওয়ার পর মনে হয়েছিল সব কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে। আমরা কিছুটা পথ হারিয়ে ফেলেছিলাম। এক সময় দলটা ভয় পেয়ে গিয়েছিল বলেও মনে হয়েছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সব যেন ঠিকঠাক নেই। সবাই আশা করে কেকেআর প্রতিটা ম্যাচে ভাল খেলবে। সেটা যখন হয় না তখন পরিবর্তন অবশ্যম্ভাবী।”
উথাপ্পার সংযোজন, “গম্ভীর দলে ফেরার কথা শোনার পরেই টুইট করে জানিয়েছিলাম, ওর প্রত্যাবর্তন কেকেআরের জন্য সবচেয়ে ভাল ঘটনা।”