Venkatesh Iyer in IPL 2025

ছক্কা মারার চেষ্টাই করেননি বেঙ্কটেশ, কেকেআরের ২৪ কোটির ব্যাটারের দিকেই অভিযোগের আঙুল

গুজরাত টাইটান্সের কাছে কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য দায়ী করা হচ্ছে বেঙ্কটেশ আয়ারকে। রান তাড়া করতে নেমে ছক্কা মারার চেষ্টাই করেননি কেকেআরের ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যাটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৩১
Share:
cricket

গুজরাত ম্যাচে আউট হয়ে ফিরছেন বেঙ্কটেশ আয়ার। ছবি: রয়টার্স।

ফর্মে থাকা অঙ্গকৃশ রঘুবংশীর বদলে তাঁর উপর ভরসা দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই বেঙ্কটেশ আয়ার কী করেছেন? ব্যাট করতে নেমে দলকে ডুবিয়েছেন। গুজরাত টাইটান্সের কাছে কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য দায়ী করা হচ্ছে বেঙ্কটেশকে। রান তাড়া করতে নেমে ছক্কা মারার চেষ্টাই করেননি কেকেআরের ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যাটার।

Advertisement

১৯৯ রান তাড়া করতে নেমে চার নম্বরে নামেন বেঙ্কটেশ। ১৯ বলে ১৪ রান করেন তিনি। তার পরে সাই কিশোরের বলে ক্যাচ দিয়ে ফেরেন। বেঙ্কটেশের খেলার ধরন দেখে অবাক অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, “ওর মানসিকতাই ওকে ডুবিয়ে দিল। চেষ্টা না করলে চার-ছক্কা মারা যায় না। ছক্কা মারার চেষ্টাই ও করেনি। ওর একটাই লক্ষ্য ছিল। লেগ সাইডে মেরে দৌড়ে এক রান নেওয়া। এ ভাবে লুকোনো যায় না।”

একই কথা শোনা গিয়েছে ভারতের ক্রিকেটার চেতেশ্বর পুজারার গলাতেও। তিনি প্রশ্ন করেছেন বেঙ্কটেশের পরিকল্পনা নিয়ে। পুজারা বলেন, “আমি মানছি যে কঠিন পরিস্থিতিতে ব্যাটার চায় সিঙ্গল নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে। কিন্তু একটা সময়ের পরে তো সেটা বদলাতে হবে। একটা সময়ের পরে তো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। সারা ক্ষণ একই ভাবে ব্যাট করলে কী ভাবে হবে? বেঙ্কটেশের কোনও পরিকল্পনা ছিল বলে মনে হল না।”

Advertisement

কেকেআরের ম্যানেজমেন্টের সমালোচনাও করেছেন দুই ক্রিকেটার। পুজারার প্রশ্ন, ম্যানেজমেন্ট কেন বেঙ্কটেশকে খেলার ধরন বদলাতে বলল না? তিনি বলেন, “আমি বুঝতে পারছি যে বেঙ্কটেশের খেলতে সমস্যা হচ্ছিল। তা হলে তো ম্যানেজমেন্টের উচিত ছিল ওর সঙ্গে কথা বলা। অন্তত একটা পরিকল্পনা বাতলে দেওয়া। সেটাও তো দেখা গেল না।”

এ বারের নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কটেশকে কিনেছে কেকেআর। আটটি ম্যাচে ২২.৫০ গড়ে ১৩৫ রান করেছেন তিনি। মিডল অর্ডারে বেঙ্কটেশ ব্যর্থ হওয়ায় সমস্যায় পড়েছে দল। তাতে অবশ্য বেঙ্কটেশের কোনও তাপ-উত্তাপ নেই। কেকেআর ব্যাটারের খেলা দেখে বোঝাই যাচ্ছে না যে জেতার কোনও আগ্রহ রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement