Rinku Singh

ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করলেন রিঙ্কু, বিশেষ জার্সি দিল কেকেআর, কেন?

আইপিএলে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন রিঙ্কু সিংহ। সেই কারণেই তাঁর হাতে জার্সি তুলে দেয় দল। ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার রীতি রয়েছে। সেই ঘণ্টাও বাজান রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ২০:০৯
Share:
Rinku Singh

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশেষ জার্সি পেলেন রিঙ্কু সিংহ। আইপিএলে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। সেই কারণেই তাঁর হাতে জার্সি তুলে দেয় দল। ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার রীতি রয়েছে। সেই ঘণ্টাও বাজান রিঙ্কু।

Advertisement

২০১৮ সালে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে কিনেছিল কেকেআর। শুরুর দিকে সে ভাবে তাঁকে খেলানো হত না। শুধু ফিল্ডিং করতেন তিনি। সেখানেও নজর কাড়তেন। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল দেখার মতো। ২০২৩ সাল থেকে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর আরও বেশি করে দলে জায়গা পেতে শুরু করেন। ভারতীয় দলেও জায়গা করে নেন। এ বারের আইপিএলের নিলামের আগে ১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কুকে ধরে রাখে কেকেআর।

রিঙ্কু সিংহের হাতে জার্সি তুলে দিলেন অজিঙ্ক রাহানে।

রিঙ্কু সিংহের হাতে জার্সি তুলে দিলেন অজিঙ্ক রাহানে। ছবি: আইপিএল।

আইপিএলে যদিও রিঙ্কুর প্রথম দল পঞ্জাব কিংস। ১০ লক্ষ টাকা দিয়ে তাঁকে ২০১৭ সালে কিনেছিল তারা। কিন্তু পরের বার ছেড়ে দেয়। সে বারই কলকাতা তুলে নেয় রিঙ্কুকে। ২০২২ সালে রিঙ্কুর দাম কমে যায়। ৫৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে রেখে দেয় কেকেআর। সেখান থেকে ১৩ কোটিতে পৌঁছে গিয়েছেন রিঙ্কু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement