মহিলাদের আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলের উদ্বোধনী মঞ্চ দেখেছিল অরিজিৎ সিংহ, রশ্মিকা মন্ধানা, তমন্না ভাটিয়াদের। এ বার মহিলাদের আইপিএলেও যুক্ত হতে চলেছে বলিউড। ক্রিকেটের সঙ্গে বলিউডের যোগ বেশ নিবিড়। সেই যোগ আরও বাড়তে চলেছে। এ বার মহিলাদের আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাতে আসছেন বলিউডের দুই নায়ক সিদ্ধার্থ মলহোত্র ও কার্তিক আরিয়ান।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। এটি দ্বিতীয় মরসুম। এ বার খেলা হবে বেঙ্গালুরু ও দিল্লিতে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধন। সেখানেই মঞ্চ মাতাতে দেখা যাবে দুই নায়ককে। তাঁরা নিজেরাই সে কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। এ বারের মহিলাদের আইপিএলকে ‘ক্রিকেটের কুইনডম’ (কিং বা রাজার বদলে কুইন বা রানি) বলা হচ্ছে।
গত বার প্রথম শুরু হয়েছিল মহিলাদের আইপিএল। সে বার উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন কিয়ারা আডবাণী। সেই কিয়ারা এখন সিদ্ধার্থের স্ত্রী। অর্থাৎ, স্ত্রীর পরে এ বার স্বামীকে দেখা যাবে উদ্বোধনী মঞ্চ। গত বার পাঁচ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথম খেলায় মুখোমুখি হবে গত বারের দুই ফাইনালিস্ট মুম্বই ও দিল্লি। হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে নামবেন শেফালি বর্মা। গত বারের প্রতিযোগিতায় খুব একটা ভাল খেলতে পারেনি বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন দল এ বার নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই তারাও এ বার ভাল খেলার লক্ষ্য নিয়েই নামবে।