Virat Kohli

Virat Kohli: ‘দলকে দারুণ ভাবে শক্তিশালী করে তুলেছ’ ধন্যবাদের জোয়ারে ভাসছেন মুকুটহীন বিরাট

নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। বিদায় বেলায় সদ্য প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সকলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ২০:২৮
Share:

এ বার নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি নেতৃত্ব নিজে ছেড়েছিলেন। একদিনের নেতৃত্ব থেকে সরানো হল। এ বার নিজেই ছেড়ে দিলেন টেস্টের সিংহাসন। বিদায় বেলায় সদ্য প্রাক্তন ভারত অধিনায়ককে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সকলে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’

Advertisement

বোর্ডের তরফে টুইট করে লেখা হয়, ‘অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলীকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলী।’

কোহলী-শাস্ত্রী জুটি ভারতীয় ক্রিকেটে বহু সিরিজ এনে দিয়েছে। কোহলী নেতৃত্ব ছাড়তে শাস্ত্রী লেখেন, 'কোহলী, তুমি মাথা উঁচু করে যেতে পার। খুব কম অধিনায়ক তোমার মতো সাফল্য পেয়েছে। ভারতের সব চেয়ে আক্রমণাত্মক এবং সফল অধিনায়ক। এই দল আমরা একসঙ্গে তৈরি করেছি, তাই আমার খারাপ লাগছে।'

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর লেখেন, ‘কোহলী যখন টেস্ট দলের দায়িত্ব নয়, তখন বিদেশে টেস্ট জেতাটাই ছিল বিরাট ব্যাপার, এখন সিরিজ হারলে কষ্ট হয়। ও দেশকে এতটাই এগিয়ে নিয়ে গিয়েছে। শুভেচ্ছা বিরাট কোহলী।’

কোহলীকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীবৎস গোস্বামী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কোহলীর দলের উইকেটরক্ষক ছিলেন তিনি। শ্রীবৎস লেখেন, ‘এই দলকে নিয়ে তুমি যা পেয়েছ তাতে তোমার খুশি হওয়া উচিত বাবা। আমি এবং গোটা দেশ তোমাকে নিয়ে গর্বিত কোহলী।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement