Suryakumar Yadav

অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে হঠাৎ অবসরের ইঙ্গিত সূর্যকুমারের! ব্যবসা করলে তিন-চার গুণ বেশি রোজগার করতাম, আক্ষেপ

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা সূর্যকুমার যাদবের। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগেই অবসরের ইঙ্গিত দিলেন তিনি। তবে দু’টি ক্রিকেটীয় লক্ষ্যের কথাও জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:১৬
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগেই অবসরের ইঙ্গিত সূর্যকুমার যাদবের। নিজের ক্রিকেটজীবন নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের।

Advertisement

সূর্যকুমারের বয়স এখন ৩৪। এখনই ব্যাট-প্যাড তুলে রাখার ইচ্ছা নেই তাঁর। আরও তিন-চার বছর খেলতে চান। আগামীতে সম্ভবত শুধু সাদা বলের ক্রিকেটেই দেখা যাবে তাঁকে। মুম্বইয়ের রঞ্জি দলে জায়গা না পাওয়ার পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন সূর্য। সরাসরি না বললেও, লাল বলের ক্রিকেট থেকে অবসরের আভাস দিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সূর্য বলেছেন, ‘‘এখন আমার বয়স প্রায় ৩৫। আগামী তিন-চার বছর শুধু সাদা বলের ক্রিকেট খেলার কথা ভাবছি। আমার এবং দলের জন্য এটাই ভাল বলে মনে হচ্ছে। তা হলে সাদা বলের ম্যাচগুলোয় আমি আরও তরতাজা থাকতে পারব এবং দলকেও ভাল ভাবে সাহায্য করতে পারব। সত্যি বলতে, ২০২৮ সালে অলিম্পিক্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। এখন থেকে সচেতন ভাবে এগোতে চাইছি। দেখা যাক কী হয়। আগামী দু’তিন বছর আমাকে ফিটনেসও বজায় রাখতে হবে। ৩৭-৩৮ বছর বয়সে কাজটা সহজ নয়।’’

Advertisement

সূর্যের কাছে জানতে চাওয়া হয়, ক্রিকেটার না হলে কী হতেন? ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘‘ক্রিকেট না খেললে অবশ্যই ব্যবসা করতাম। ১০০ শতাংশই ব্যবসা করতাম। আমার একটু আধটু ব্যবসায়িক বুদ্ধি আছে। আমার স্ত্রীও ব্যবসায়ী পরিবারের মেয়ে। ওদের পরিবারের সকলে ব্যবসা করেন। মনে হয় ব্যবসা করলে আরও বেশি রোজগার করতে পারতাম। ক্রিকেট খেলে যা আয় হয়, তার তিন-চার গুণ বেশিই হয়তো রোজগার করতাম। স্ত্রীয়ের সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই ব্যবসা করার ভাবনা আসে।’’

এখন অবশ্য ব্যবসা নিয়ে তেমন কোনও পরিকল্পনা নেই সূর্যের। ক্রিকেট থেকে পাকাপাকি ভাবে অবসর নেওয়ার পর ভাবতে পারেন। আপাতত তাঁর লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement