Varun Chakravarthy

এক দিনের সিরিজ় শুরু হওয়ার আগেই ভারতীয় দলে বদলের সম্ভাবনা, খেলতে পারেন বরুণ

৬ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজ়। যে দলে বরুণকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দল খেলতে যাবে, প্রায় সেই দলই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫
Share:
Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সেরার পুরস্কার পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। এ বার এক দিনের দলেও যোগ দিতে চলেছেন? নাগপুরে রোহিত শর্মার দলের সঙ্গে বরুণ।

Advertisement

৬ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড এক দিনের সিরিজ়। যে দলে বরুণকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে দল খেলতে যাবে, প্রায় সেই দলই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ব্যতিক্রম শুধু জসপ্রীত বুমরাহ। তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রাখা হয়নি। তিনি সুস্থ হলে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যোগ দেবেন। এমন অবস্থায় হঠাৎ বরুণ ভারতীয় দলে যোগ দেওয়ায় মনে করা হচ্ছে তাঁকে দলে নেওয়া হবে। ভাল খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাবেন বরুণ?

বরুণকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া উচিত, সেই দাবি করেন রবিচন্দ্রন অশ্বিনও। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “আমরা সকলেই আলোচনা করছি বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া উচিত কি না সেই বিষয়ে। আমার মনে হয় ওকে নেওয়া হবে। মনে হচ্ছে বরুণ জায়গা পাবে। সব দল প্রাথমিক দলের নাম জমা দিয়েছে। তাই বরুণকে দলে নেওয়ার সুযোগ এখনও রয়েছে। তবে এখন যে দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে এক জন পেসারকে বাদ দিতে হবে বরুণকে নিতে হলে। পঞ্চম স্পিনার হিসাবে বরুণ জায়গা পেতে পারে। কিন্তু বরুণকে দলে নিতে হলে কাকে বাদ দেওয়া হবে, সেটা জানি না। দেখা যাক কী হয়।”

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের দলে স্পিনার হিসাবে রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও এই চার জন রয়েছেন। বরুণ টি-টোয়েন্টি সিরিজ়ে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। তাঁকে খেলতে বার বার সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের ব্যাটারেরা। সেই কারণেই এক দিনের দলে তাঁকে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও বরুণ সুযোগ করে নিতে পারেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement