IPL 2025

পরীক্ষা দেওয়ার পর্ব শেষ, তবু এখনও নিশ্চিত নয় কবে খেলবেন বুমরাহ

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার কথা জসপ্রীত বুমরাহের। কিন্তু বুমরাহ কবে থেকে খেলতে পারবেন, তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। যদিও বুমরাহের ফিটনেস পরীক্ষা শেষ পর্বে বলে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৭:২৫
Share:
Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তার পর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার কথা তাঁর। কিন্তু বুমরাহ কবে থেকে খেলতে পারবেন, তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। যদিও বুমরাহের ফিটনেস পরীক্ষা শেষ পর্বে বলে জানানো হয়েছে।

Advertisement

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। ৩১ বছরের পেসার আইপিএলে ১৩৩টি ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন। কিন্তু মুম্বই তাঁকে প্রথম তিনটি ম্যাচে পায়নি। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও খেলার কোনও সম্ভাবনা নেই। মুম্বইয়ের পরের ম্যাচ ৭ এপ্রিল। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ওয়াংখেড়েতে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচেও বুমরাহ খেলতে পারবেন না।

পুরোপুরি সুস্থ হলে তবেই খেলতে এনসিএ থেকে খেলার ছাড়পত্র পাবেন বুমরাহ। তাঁর অবর্তমানে মুম্বইয়ের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট। সঙ্গে রয়েছেন দীপক চহর। তাঁকে ৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই। তাঁদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নজর কেড়েছিলেন তরুণ বাঁহাতি পেসার অশ্বনী কুমার। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement