T20 World Cup 2022

বিশ্বকাপের আগে অন্য সমস্যার কথা রোহিতের দলের ক্রিকেটারের মুখে!

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সামনে সব থেকে বড় পরীক্ষা কী হতে চলেছে? জবাব দিলেন রোহিত শর্মার দলের ব্যাটার সূর্যকুমার যাদব। কী বললেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:০৮
Share:

কোন সমস্যার কথা বললেন রোহিতদের দলের ক্রিকেটার। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এখন থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা। কিন্তু বিশ্বকাপের আগে অন্য সমস্যার কথা বললেন দলের ব্যাটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ায় তাঁদের সামনে সব থেকে বড় পরীক্ষা কী হতে চলেছে, সে কথা জানিয়েছেন সূর্য।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সূর্যকে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে ভারতের সামনে সব থেকে বড় পরীক্ষা কী! জবাবে সূর্য বলেন, ‘‘অস্ট্রেলিয়ার মাঠ বড়। তাই আমাদের শট নির্বাচনের ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হবে। এটাই বিশ্বকাপে আমাদের সব থেকে বড় পরীক্ষা। বাকি সব কিছু একই রয়েছে।’’

গত বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন সূর্যকুমার। কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল ভারত। এই এক বছরে কতটা বদল হয়েছে সেই প্রশ্নও করা হয় সূর্যকে। তিনি জবাবে বলেন, ‘‘বিশেষ কিছু বদল হয়নি। সময় আলাদা। পরিস্থিতি আলাদা। আগের কথা ভাবছি না। সামনের দিকে তাকাচ্ছি।’’

Advertisement

ভারতীয় ব্যাটিং অর্ডারে ওপেন থেকে শুরু করে পাঁচ নম্বর পর্যন্ত সব জায়গায় ব্যাট করেছেন সূর্যকুমার। এখন খেলছেন চার নম্বরে। সেটাই কি তাঁর পছন্দের জায়গা? জবাবে ডান হাতি ব্যাটার বলেন, ‘‘দলের জন্য সব জায়গায় ব্যাট করতে পারি। কিন্তু আমার পছন্দের জায়গা চার নম্বর। কারণ, ওই সময়ে আমি খেলা নিয়ন্ত্রণ করতে পারি। নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারি। চার নম্বরে যখন খেলতে নামি তখন চাপ অনেক বেশি থাকে। আমি চাপ নিতে ভালবাসি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement