Mohammed Shami

‘তুমি আমার সব থেকে বেশি কাছের’, কাকে বললেন বিশ্বকাপের সেরা বোলার শামি

বিশ্বকাপের সেরা বোলার হয়েছেন মহম্মদ শামি। সব থেকে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। বিশ্বকাপ শেষে এক জনকে নিয়ে মুখ খুলেছেন শামি। তিনি কে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২০:৫৯
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র

বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। প্রতিযোগিতার সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন তিনি। শামির বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। প্রতিযোগিতা শেষে মা অঞ্জুম আরাকে নিয়ে মুখ খুলেছেন শামি। তিনি মা-কে কত খানি ভালবাসেন তা জানিয়েছেন ভারতীয় দলের পেসার।

Advertisement

বিশ্বকাপ ফাইনালের দিন সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন শামির মা অঞ্জুম। তাঁকে ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। এখনও সম্পূর্ণ সুস্থ হননি অঞ্জুম। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন শামি। ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন শামি। সেখানে দেখা যাচ্ছে, ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন অঞ্জুম। সেই ছবি দিয়ে শামি লিখেছেন, ‘‘তুমি আমার সব থেকে বেশি কাছের। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে।’’

‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের সঙ্গে শামির সম্পর্কের তিক্ততা অবশ্য বেড়েই চলেছে। বিশ্বকাপ চলাকালীন শামির সম্পর্কে মুখ খুলেছিলেন হাসিন। সেই সময় তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, “শামি যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” বিশ্বকাপে শামির বোলিং দেখেননি হাসিন। তিনি বলেন, “ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না।” শামি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে জেতানোর সময় হাসিন বলেন, “আমি ঘুরতে যাচ্ছি। ব্যাগ গোছাতে ব্যস্ত। খেলা দেখিনি। শামি কী করল তা নিয়ে আমার কোনও উৎসাহ নেই। কে কাকে কোন ম্যাচে জেতাল তা জানি না।”

Advertisement

বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে হাসিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা উঠতেই গর্জে উঠেছেন শামি। হাসিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শামির। সেই ঘটনা তাঁর জীবনে যে বড় ছাপ ফেলে গিয়েছে, সেটাও জানালেন ভারতীয় পেসার। শামি বলেন, “কেউ যদি সত্যি কথা না বলে, তাহলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement