India Vs West Indies

প্রথম একাদশ বদল না করার ইঙ্গিত রোহিতের

প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষনের অভিষেক হয়েছিল। তিন নম্বরে নেমেছিলেন শুভমন গিল। দ্বিতীয় টেস্টে আগেও কোনও রকম বদলের ইঙ্গিত দিতে পারেননি রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ০৭:৪৯
Share:
An image of Rohit Sharma

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদে। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারতের প্রথম একাদশে যে খুব একটা পরিবর্তন হবে না, তার ইঙ্গিত দিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষনের অভিষেক হয়েছিল। তিন নম্বরে নেমেছিলেন শুভমন গিল। দ্বিতীয় টেস্টে আগেও কোনও রকম বদলের ইঙ্গিত দিতে পারেননি রোহিত। বৃহস্পতিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘‘ডমিনিকায় পিচ দেখার পরেই বুঝেছিলাম কী হতে চলেছে। কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা আছে। পিচ কী রকম আচরণ করবে, বোঝা যাচ্ছে না। তবে বিরাট কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে পরিবেশ অনুযায়ী দল গড়া হবে।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের ১০০তম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। দু’দলের কাছেই এই মুহূর্ত ঐতিহাসিক। রোহিতের কথায়, ‘‘এই টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের। আশা করি, সকলকে গর্বিত করতে পারব।’’

Advertisement

পূর্ণশক্তি নিয়েই নামতে চান রোহিত। শেষ ম্যাচের দলে জয়দেব উনাদকাট ছাড়া সকলকেই ভয়ঙ্কর দেখিয়েছে। দ্বিতীয় টেস্টের পিচ যদি পেসারদের বেশি সাহায্য করে, সে ক্ষেত্রে উনাদকাটের পরিবর্তে মুকেশ কুমারকে খেলানো হয় কি না, সেটাই দেখার। অবশ্যই তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর পটেলকেও খেলানো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ় এমনিতেই দুর্বল প্রতিপক্ষ। ভারত যদি তিন স্পিনার খেলায়, সে ক্ষেত্রে তারা ১৫০-র গণ্ডি পেরোতে পারবে কি না রয়েছে প্রশ্ন।

রোহিত অবশ্য বলেছেন, ‘‘প্রত্যেক দলই একটা সময় নতুন করে গড়ে ওঠে। আজ না হোক কাল ভারতীয় দলেও সেই পরিস্থিতি আসবে। তবে আমাদের দলে যারাই নতুন আসছে, ভাল খেলছে। আমাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্বটা বুঝিয়ে দেওয়া জরুরি। তার পরে সেই দায়িত্ব কী ভাবে সামলাবে, সেটা তাদের ব্যাপার।’’

তরুণ ক্রিকেটারেরাই যে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন, এ বিষয়ে নিশ্চিত রোহিত। তাঁর কথায়, ‘‘আমাদের দলের জুনিয়র ক্রিকেটারেরাই ভবিষ্যৎ। আমি নিশ্চিত, ভারতীয় দলকে ওরা ভাল জায়গায় নিয়ে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement