রোহিত শর্মা। —ফাইল চিত্র
বিশ্বকাপের ফাইনালে কি বদল হতে পারে ভারতীয় দলে? গত ছ’টি ম্যাচে একই দল খেলিয়েছেন রোহিত শর্মারা। ফাইনালে কি সেই দলে বদল হতে পারে? ম্যাচের আগে এই প্রশ্নের জবাবে ধোঁয়াশা জিইয়ে রাখলেন অধিনায়ক রোহিত।
আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে হয়েছিল সেই পিচেই হবে ফাইনাল। উইকেট মন্থর। তাই সেখানে কি এক জন অতিরিক্ত স্পিনার খেলাবে ভারত? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘‘এখনই আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। খেলার আগে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দলের ১৫ জন ক্রিকেটারই তৈরি। ফাইনালের আগে পিচ দেখে ঠিক করব যে কোন ১১ জনকে খেলাব। তবে আমি জানি, যে ১১ জনই খেলুক না কেন তারা ১০০ শতাংশ তৈরি।’’
রোহিতের মতে, কোন ১১ জনকে খেলানো হবে সেই সিদ্ধান্ত অনেক কিছুর উপর নির্ভর করে। তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না তাঁরা। ভারত অধিনায়ক বলেন, ‘‘মুম্বইয়ে সেমিফাইনালের আগের দিন অনুশীলনের সময় আমরা দেখেছিলাম ভালই শিশির পড়ছে। কিন্তু ম্যাচের দিন তেমন পড়ল না। এখানেও অনুশীলনে দেখেছি শিশির পড়ছে। এই পরিস্থিতিতে দলে অতিরিক্ত পেসার না স্পিনার সেই সিদ্ধান্ত নিতে সময় লাগবে। শুধু সবাইকে তৈরি থাকতে বলেছি।’’
চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে, রান তাড়া করার থেকে যে দল প্রথমে ব্যাট করেছে সেই দল বেশি সুবিধা পেয়েছে। ফাইনালেও কি তা হলে টস গুরুত্বপূর্ণ হতে চলেছে? টস নিয়ে খুব একটা চিন্তা করতে নারাজ রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমরা প্রথমের দিকে কয়েকটা ম্যাচে রান তাড়া করে জিতেছি। আবার পরের দিকে প্রথমে ব্যাট করেও জিতেছি। তাই আমার মনে হয়, টস অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল মাঠে নেমে কোন দল কতটা ভাল খেলছে। যে দল বেশি ভাল খেলছে তারা জিতবে।’’