Virat Kohli

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করতেই আইসিসির ক্রমতালিকায় প্রথম পাঁচে বিরাট, শীর্ষে শুভমন

এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন শুভমন। তিনি সেই স্থান ধরে রেখেছেন। ৮১৭ পয়েন্ট পেয়েছেন শুভমন। বিরাট কোহলি কত নম্বরে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতান বিরাট কোহলি। সেই ইনিংসের পরেই আইসিসির ক্রমতালিকায় এক দিনের ক্রিকেটে প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি। শীর্ষে রয়েছেন শুভমন গিল। দ্বিতীয় স্থানে বাবর আজ়ম।

Advertisement

এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে ছিলেন শুভমন। তিনি সেই স্থান ধরে রেখেছেন। ৮১৭ পয়েন্ট পেয়েছেন শুভমন। বাবরের থেকে ৪৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। চতুর্থ স্থানে হেনরিখ ক্লাসেন। এই চার জনের জায়গার কোনও পরিবর্তন হয়নি। পঞ্চম স্থানে উঠে এসেছেন কোহলি। তিনি ষষ্ঠ স্থানে ছিলেন। শতরানের পর এক ধাপ উঠে এসেছেন। এক ধাপ নেমে গিয়েছেন ড্যারিল মিচেল।

এক দিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় কুলদীপ যাদব। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। কেশব মহারাজ চতুর্থ স্থানে উঠে এসেছেন। শীর্ষ স্থান ধরে রেখেছেন মাহিস থিকসানা। পাঁচ ধাপ নেমে গিয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের পেসার এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন ভাবে নজর কাড়তে পারেননি। তিনি এখন নবম স্থানে রয়েছেন।

Advertisement

এক দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছে আফগানিস্তানের মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। তৃতীয় স্থানে আফগানিস্তানের অজমতুল্লা ওমরজাই। প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা। তিনি নবম স্থানে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement