ভারতের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।
শুক্রবার থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতের পুরুষ দল। তার আগে মহিলা দল প্রথম এক দিনের ম্যাচে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। কোনও লড়াই-ই করতে পারল না তারা। হারল পাঁচ উইকেটে। ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে।
আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৩৪.২ ওভারে ১০০ রানেই অল আউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার বোলার মেগান শুট পাঁচ উইকেট নেন। রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়াও হোঁচট খেয়েছে। এক ওভারে দু’টি উইকেট নিয়ে খেলা জমিয়ে দিয়েছিলেন রেণুকা ঠাকুর। তবে অভিষেক হওয়া জর্জিয়া ভল (৪৬ অপরাজিত) জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ওপেন করতে নেমে ভাল খেলেন ফিবি লিচফিল্ডও (৩৫)। ওপেনিং জুটিতে ৪৮ রানই অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দেয়।
ব্যাট করতে নেমে আগাগোড়া ছন্দ খুঁজে পাননি ব্যাটারেরা। খারাপ ফর্মের কারণে বাদ পড়া শেফালি বর্মার জায়গায় নেওয়া হয়েছে প্রিয়া পুনিয়াকে। তিনি ১৭ বলে মাত্র তিন রান করেছেন। প্রচুর বল নষ্ট করলেও কাজের কাজ করতে পারেননি। আর এক ওপেনার স্মৃতি মন্ধানাও (৮) সাফল্য পাননি। একটু লড়াই করেছেন হরমনপ্রীত কৌর (২৩) এবং জেমাইমা রদ্রিগেস (২৩)। তবে দলকে জেতানোর জন্য কখনওই তা যথেষ্ট ছিল না।