রোহিত শর্মা। —ফাইল চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার এক মাস এক দিন পর আবার মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর বুধবার প্রথম খেলতে দেখা যাবে রোহিত শর্মাদের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শুরুতে টেস্ট খেলবে ভারত। এর পর এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলবে তারা। লম্বা সফরের প্রথম ম্যাচ বুধবার।
রোহিতদের সফর সূচি
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বুধবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্ট ডমিনিকাতে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। সেই ম্যাচ হবে পোর্ট অফ স্পেনে। ২৭ জুলাই থেকে শুরু এক দিনের সিরিজ়। প্রথম ম্যাচ ব্রিজটাউনে। দ্বিতীয় ম্যাচও হবে সেখানে। সিরিজ়ের পরের দু’টি ম্যাচ ২৯ জুলাই এবং ১ অগস্ট। শেষ ম্যাচ টারুবাতে। সেই মাঠেই শুরু টি-টোয়েন্টি সিরিজ়। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ ৩ অগস্ট। বাকি ম্যাচগুলি ৬, ৮, ১২ এবং ১৩ অগস্ট। সেই ম্যাচগুলির প্রথম দু’টি প্রভিডেন্সে এবং শেষ দু’টি আমেরিকার লডারহিলে।
ম্যাচ শুরুর সময়
টেস্ট দু’টি শুরু হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। এক দিনের ম্যাচগুলি শুরু হবে সন্ধে ৭টা থেকে। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে রাত ৮টা থেকে।
সম্প্রচারকারী চ্যানেল
টিভিতে খেলা দেখানো হবে ডিডি স্পোর্টসে। মোবাইলে দেখতে হলে প্রয়োজন ফ্যানকোড অথবা জিয়োসিনেমা অ্যাপটি। টিভিতে ডিডি স্পোর্টস ছাড়াও দূরদর্শনের কিছু আঞ্চলিক চ্যানেলেও খেলা দেখা যাবে।
ভারতের টেস্ট দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষন (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।
ভারতের এক দিনের দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।
ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশন (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।