Rishabh Pant

India vs South Africa: সতীর্থদের লড়াকু মানসিকতা প্রাপ্তি অধিনায়ক পন্থের

এ দিন আবার টস হারেন ঋষভ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দু’উইকেট হারায় ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৮:০৪
Share:

যুগ্মজয়ী: বেঙ্গালুরুতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরে ট্রফি নিয়ে দুই অধিনায়ক কেশব ও ঋষভ। রবিবার। বিসিসিআই।

নতুন অধিনায়ক হিসেবে খেলতে নেমে প্রথম সিরিজ় জয় হয়তো করতে পারলেন না ঋষভ পন্থ, কিন্তু হারতেও হল না তাঁকে। রবিবার বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ ভেস্তে গেল। যে কারণে দ্বৈরথ শেষ হল ২-২ অবস্থায়। যুগ্মজয়ী হয়ে থাকল ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

Advertisement

ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারত অধিনায়ক ঋষভ বলে যান, ‘‘অবশ্যই একটু হতাশ লাগছে। কিন্তু এই সিরিজ় থেকে আমাদের অনেক ইতিবাচক প্রাপ্তিও আছে।’’ কী সেগুলো? ঋষভ বলেছেন, ‘‘আমরা সিরিজ়ে ০-২ পিছিয়ে ছিলাম। সেখান থেকে দারুণ ভাবে ফিরে ২-২ করি। এই লড়াকু মানসিকতা, এই হার-না-মানা মনোভাবটাই আমাদের প্রাপ্তি। এতে দলের চারিত্রিক দৃঢ়তা ফুটে ওঠে।’’

এ দিন আবার টস হারেন ঋষভ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দু’উইকেট হারায় ভারত। ফিরে যান ঈশান কিশান এবং ঋতুরাজ গায়কোয়াড়। সে সময় ভারতের স্কোর ছিল ৩.৩ ওভারে দু’উইকেটে ২৮। দু’টো উইকেটই তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার লুনগি এনগিডি। ওই সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। যা আর শুরু করা যায়নি। শেষ পর্যন্ত রাত পৌনে দশটা নাগাদ আম্পায়াররা জানিয়ে দেন, ম্যাচ পরিত্যক্ত।

Advertisement

ঋষভ জানাচ্ছেন, তাঁরা নতুন ভাবনা নিয়ে ম্যাচগুলো খেলতে চেয়েছেন। অধিনায়কের মন্তব্য, ‘‘আমরা চেষ্টা করছি ম্যাচ জেতার বিভিন্ন রাস্তা বার করতে। আমরা নতুন ভাবে খেলার চেষ্টা করছি। এতে ভুল হতেই পারে। তবে এটা বলব, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি।’’

এ দিনেরটা নিয়ে পাঁচটায় পাঁচটা টসই হারলেন ঋষভ। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হারার পরে নিজেই আর হাসি চেপে রাখতে পারেননি ঋষভ। ম্যাচের পরে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার মনে হয় না, এর আগে কোনও দিন টানা এতগুলো টস আমি হেরেছি!’’ যোগ করেন, ‘‘কিন্তু এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। তাই এই নিয়ে ভাবছি না।’’

সাদা বলের ক্রিকেট দ্বৈরথের শেষে ঋষভ এ বার উড়ে যাচ্ছেন ইংল্যান্ড। যেখানে প্রথমে খেলতে হবে গত বারের অসমাপ্ত সিরিজ়ের শেষ টেস্টটি। যা নিয়ে ঋষভ বলেছেন, ‘‘দলগত ভাবে আমাদের এ বার লক্ষ্য ইংল্যান্ডে ওই শেষ টেস্ট ম্যাচটা জেতা।’’ আর ব্যক্তিগত ভাবে নিজের সামনে কী লক্ষ্য রেখেছেন ঋষভ? জবাব আসে, ‘‘আমি চাইব, দলের জয়ে যত বেশি করে
অবদান রাখা যায়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement