ভারতের সফর এ বার নিউজ়িল্যান্ডে। ছবি: টুইটার
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেই শেষ হয়ে গিয়েছে ভারতের দৌড়। বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ অনেক ভারতীয় ক্রিকেটারই ফিরে আসছেন দেশে। বাকিরা চলে যাবেন নিউজ়িল্যান্ডে। সেখানে সীমিত ওভারের সিরিজ় খেলবে তারা। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। হার্দিক পাণ্ড্য দু’টি বিভাগেই দলকে নেতৃত্ব দেবেন। সহকারী হিসাবে থাকবেন ঋষভ পন্থ।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ কবে?
১৮ নভেম্বর ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি মাউন্ট মাউনগানুইয়ে, ২০ নভেম্বর। ২২ নভেম্বর তৃতীয় ম্যাচ নেপিয়ারে। এক দিনের ম্যাচগুলি হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ৩০ নভেম্বর। খেলাগুলি হবে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ কখন শুরু?
তিনটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২টা থেকে। এক দিনের ম্যাচ শুরু হবে সকাল ৭টা থেকে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ কোথায় দেখা যাবে?
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা টিভিতে সরাসরি এই সিরিজ় দেখতে পাবেন না। তবে মোবাইলে এই ম্যাচগুলি দেখা যাবে অ্যামাজ়ন প্রাইম অ্যাপে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের দু’টি দল কী কী?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: শিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।